চার বছরেই আইনস্টাইন!
ব্রিটেনে চার বছরের এক শিশুর আইকিউ প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সমমানের বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই আইকিউ পরীক্ষাতে সে ১৬০ স্কোর অর্জন করেছে। দক্ষিণ ইয়র্কশায়ারের বাসিন্দা শেরওয়েন শারাবি এ ধরনের চমকপ্রদ স্কোর করে মনোবিজ্ঞানীদের তাক লাগিয়ে দিয়েছে।
ডেইলি এক্সপ্রেস এক রিপোর্টে জানিয়েছে, তার এ আইকিউ স্কোর আইনস্টাইন, বিলগেস এবং স্টিফেন হকিংয়ের সমপর্যায়ের। অবশ্য আইনস্টাইনের আইকিউ কখনই পরীক্ষা করা সম্ভব হয়নি। কারণ এটি পরিমাপ করার বিষয়টি এসেছে তার মৃত্যুর অনেক পরে। তবে বিশেষজ্ঞরা ধারণা করেন, তার আইকিউ হয়তো ১৬০-এর কাছাকাছি ছিল। শেরওয়েন ইতিমধ্যেই মেনসা ক্লাবের সদস্যপদ অর্জন করেছে। তিন বছর বয়সেই সে জিনিয়াস ক্লাবের সদস্যপদ অর্জন করে। মাত্র ১০ মাস বয়সে প্রথম কথা বলে সে প্রথমে বাবা-মাকে চমকে দিয়েছিল। মাত্র ২০ মাস বয়সেই সে পূর্ণবাক্য বলতে শিখেছিল বলে জানা গেছে।
No comments