অতিরিক্ত বলপ্রয়োগ ও প্রাণঘাতী সহিংসতা বন্ধের আহ্বান
দেশজুড়ে প্রতিবাদ আন্দোলকারীদের বিরুদ্ধে
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও প্রাণঘাতী সহিংসতা
বন্ধে বাংলাদেশ সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সহিংস
পন্থা পরিহারে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রকাশ্যে নির্দেশ দিতে সরকারের প্রতি
আহ্বান জানিয়েছে সংগঠনটি। এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড
অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে নিরাপত্তা বাহিনী ও বিরোধী দলের
কর্মী-সমর্থকরা নিষ্ঠুর হামলা-পাল্টা হামলার আবর্তে জড়িয়ে পড়েছেন, যা
প্রাণহানি, ধ্বংস ও আতঙ্ক বয়ে আনছে। তিনি বলেন, প্রতিবাদ আন্দোলন করার
পেছনে জামায়াতে ইসলামী ও অন্য দলগুলোর যুক্তি বা ন্যায়সঙ্গত কারণ থাকতে
পারে। কিন্তু, তাদের সমর্থকদের সংঘটিত আতঙ্কজনক পর্যায়ের সহিংসতার পেছনে
এটা কোন অজুহাত নয়। মানবাধিকার সংগঠনটি বিএনপি, জামায়াতে ইসলামীসহ সব দলের
নেতা, কর্মী ও সমর্থকদের সহিংসতায় জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়েছে। আজ
হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ আহ্বান
জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের উচিত অতি সত্বর একটি কার্যকর,
স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা। সহিংসতায় অংশ নেয়া প্রত্যেককে
বিচারের সম্মুখীন করা। সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের অতিরিক্ত
বলপ্রয়োগের বিষয়টি ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, জামায়াতের
সমর্থকরা পুলিশের টহলচৌকি, সরকারি ভবন, ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থক ও
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরের বরাতে ওই
প্রতিবেদনে বলা হয়, সহিংস সংঘর্ষের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
সদস্যরা কমপক্ষে বিরোধী দলের ২০ সদস্যকে হত্যা করেছে ও আরও বহু
কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে।
No comments