মার্কেলের মোবাইলে আড়িপাতার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে আশ্বস্ত করে জানিয়েছেন, তার যোগাযোগের ওপর যুক্তরাষ্ট্র কোনো নজরদারি করছে না। হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র মার্কেলের মোবাইল ফোনে আড়ি পেতে থাকতে পারে জার্মান সরকারের এমন অভিযোগের জবাবে বুধবার হোয়াইট হাউস থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়। মার্কেল ওবামাকে ফোন করে তাৎক্ষণিক ব্যাখ্যা দাবি করেন বলে জার্মান চ্যান্সেলরের মুখপাত্র তাদের বিবৃতিতে উল্লেখ করেন।
No comments