থাই পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচন শুক্রবার
থাইল্যান্ডের আইনপ্রণেতারা আগামীকাল শুক্রবার দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দেবেন। গতকাল বুধবার পার্লামেন্টের একজন কর্মকর্তা এ কথা জানান।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছেন। পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে ইংলাকের পুয়ে থাই পার্টি ও মিত্ররা তিন-পঞ্চমাংশ আসন পেয়েছে।
রাজনীতিতে নতুন ইংলাককে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সামরিক অভ্যুত্থানে থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর পাঁচ বছর ধরে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা চলে আসছে।
পার্লামেন্টের শুক্রবারের নির্বাচনকে আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ গত ৩ জুলাইয়ের নির্বাচনে ইংলাকের দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এ ছাড়া তাঁর দল বেশ কয়েকটি ছোট দলকে জোটে ভিড়িয়েছে।
পার্লামেন্টে ভোটাভুটির পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নিতে রাজার অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে ইংলাককে।
ইংলাক থাইল্যান্ডের ২৮তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার স্থলাভিষিক্ত হবেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছেন। পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে ইংলাকের পুয়ে থাই পার্টি ও মিত্ররা তিন-পঞ্চমাংশ আসন পেয়েছে।
রাজনীতিতে নতুন ইংলাককে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সামরিক অভ্যুত্থানে থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর পাঁচ বছর ধরে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা চলে আসছে।
পার্লামেন্টের শুক্রবারের নির্বাচনকে আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ গত ৩ জুলাইয়ের নির্বাচনে ইংলাকের দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এ ছাড়া তাঁর দল বেশ কয়েকটি ছোট দলকে জোটে ভিড়িয়েছে।
পার্লামেন্টে ভোটাভুটির পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নিতে রাজার অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে ইংলাককে।
ইংলাক থাইল্যান্ডের ২৮তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার স্থলাভিষিক্ত হবেন।
No comments