শ্রীলঙ্কায় সতর্ক অস্ট্রেলিয়া
উপমহাদেশে আরও একবার পরীক্ষার মুখোমুখি অস্ট্রেলিয়ানরা। পরীক্ষাটা এবার শ্রীলঙ্কার বিপক্ষে। ক্যান্ডিতে আগামী পরশু শুরু হতে যাওয়া সিরিজের আগে অস্ট্রেলিয়ার মাইক হাসি সতর্কবার্তা শোনালেন সতীর্থদের—মন্থর উইকেট আর স্পিন আক্রমণের জন্য প্রস্তুত থাকো।
দুটি টি-টোয়েন্টির পর পাঁচ ওয়ানডে। এরপর তিনটি টেস্ট। তবে সীমিত ওভারের ম্যাচগুলোই যেহেতু আগে, হাসির চিন্তা আপাতত টি-টোয়েন্টি আর ওয়ানডে ঘিরেই। কলম্বোয় তিনি বলেছেন, ‘উইকেট নিশ্চয়ই স্বাগতিকদের পক্ষে থাকবে। স্পিন আক্রমণও থাকবে যথেষ্ট। আমি মনে করি, ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলার জন্য ওদের প্রস্তুত থাকতে হবে। টানা অনেক স্পিন ওভার খেলা, রানের জন্য অপেক্ষা করা—আমার মনে হয়, সীমিত ওভারের ক্রিকেটে এসবের মধ্যেই লুকিয়ে থাকবে সাফল্য।’
অস্ট্রেলিয়ার জন্য একটা সুখবর, এই সিরিজে টি-টোয়েন্টি ম্যাচ দুটিতে খেলছেন না টেস্ট থেকে অবসর নেওয়া শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। না খেলার সম্ভাবনা আছে ওয়ানডে সিরিজেও। শ্রীলঙ্কা অধিনায়ক তিলকরত্নে দিলশান অবশ্য বলছেন, তরুণ পেসারদের সঙ্গে স্পিনারদের সঠিক ব্যবহারে মালিঙ্গার অভাব পূরণ করা যাবে। ‘যেকোনো ক্রিকেটারের বেলাতেই এটা হতে পারে। তবে এটা তরুণদের জন্য দারুণ একটা সুযোগ’—বলেছেন দিলশান।
ট্রেভর বেলিস যাওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ স্টুয়ার্ট ল-ও বাংলাদেশের সঙ্গে যোগ দেওয়ায় দেশি কোচ রুমেশ রত্নায়েকের হাতে তুলে দেওয়া হয়েছে শ্রীলঙ্কা দলের দায়িত্ব। নতুন কোচের সামর্থ্যে যথেষ্টই আস্থা দিলশানের, ‘স্বল্প সময়ের জন্য এলেও রুমেশের প্রভাবটা ভালোই পড়েছে দলে। তরুণ খেলোয়াড়েরা কোচের সঙ্গে কথা বলতে এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে, তাদের সমস্যা নিয়ে আলাপ করছে। আশা করি, আমরা ভালোই করব।’
দুটি টি-টোয়েন্টির পর পাঁচ ওয়ানডে। এরপর তিনটি টেস্ট। তবে সীমিত ওভারের ম্যাচগুলোই যেহেতু আগে, হাসির চিন্তা আপাতত টি-টোয়েন্টি আর ওয়ানডে ঘিরেই। কলম্বোয় তিনি বলেছেন, ‘উইকেট নিশ্চয়ই স্বাগতিকদের পক্ষে থাকবে। স্পিন আক্রমণও থাকবে যথেষ্ট। আমি মনে করি, ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলার জন্য ওদের প্রস্তুত থাকতে হবে। টানা অনেক স্পিন ওভার খেলা, রানের জন্য অপেক্ষা করা—আমার মনে হয়, সীমিত ওভারের ক্রিকেটে এসবের মধ্যেই লুকিয়ে থাকবে সাফল্য।’
অস্ট্রেলিয়ার জন্য একটা সুখবর, এই সিরিজে টি-টোয়েন্টি ম্যাচ দুটিতে খেলছেন না টেস্ট থেকে অবসর নেওয়া শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। না খেলার সম্ভাবনা আছে ওয়ানডে সিরিজেও। শ্রীলঙ্কা অধিনায়ক তিলকরত্নে দিলশান অবশ্য বলছেন, তরুণ পেসারদের সঙ্গে স্পিনারদের সঠিক ব্যবহারে মালিঙ্গার অভাব পূরণ করা যাবে। ‘যেকোনো ক্রিকেটারের বেলাতেই এটা হতে পারে। তবে এটা তরুণদের জন্য দারুণ একটা সুযোগ’—বলেছেন দিলশান।
ট্রেভর বেলিস যাওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ স্টুয়ার্ট ল-ও বাংলাদেশের সঙ্গে যোগ দেওয়ায় দেশি কোচ রুমেশ রত্নায়েকের হাতে তুলে দেওয়া হয়েছে শ্রীলঙ্কা দলের দায়িত্ব। নতুন কোচের সামর্থ্যে যথেষ্টই আস্থা দিলশানের, ‘স্বল্প সময়ের জন্য এলেও রুমেশের প্রভাবটা ভালোই পড়েছে দলে। তরুণ খেলোয়াড়েরা কোচের সঙ্গে কথা বলতে এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে, তাদের সমস্যা নিয়ে আলাপ করছে। আশা করি, আমরা ভালোই করব।’
No comments