বৃহস্পতির দিকে আজ রওনা হচ্ছে নাসার নভোযান জুনো
বৃহস্পতি গ্রহে অনুসন্ধান চালাতে নভোযান জুনো পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। এর আগে সৌরশক্তিচালিত কোনো নভোযান এ ধরনের অভিযানে পাঠানো হয়নি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে আজ শুক্রবার এই নভোযানের যাত্রা শুরু করার কথা।
জুনো মঙ্গল গ্রহ ছাড়িয়ে ২০১৬ সালে সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করবে। সেখানে যেতে নভোযানটি জ্বালানির জন্য একটি প্লুটোনিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারে। কিন্তু এর বদলে ওই নভোযানে জ্বালানি হিসেবে সৌরশক্তি কাজে লাগানো হবে। সৌরশক্তি আহরণে জুনোর তিনটি পাখায় রয়েছে ১৮ হাজার সৌরকোষ।
জুনো মঙ্গল গ্রহ ছাড়িয়ে ২০১৬ সালে সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করবে। সেখানে যেতে নভোযানটি জ্বালানির জন্য একটি প্লুটোনিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারে। কিন্তু এর বদলে ওই নভোযানে জ্বালানি হিসেবে সৌরশক্তি কাজে লাগানো হবে। সৌরশক্তি আহরণে জুনোর তিনটি পাখায় রয়েছে ১৮ হাজার সৌরকোষ।
No comments