কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সদানন্দ গৌড়া
ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা ডি ভি সদানন্দ গৌড়া। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজভবনে রাজ্যপাল এইচ আর ভরদ্বাজ তাঁকে শপথবাক্য পাঠ করান।
কর্ণাটকের ২৬তম মুখ্যমন্ত্রী হলেন সদানন্দ গৌড়া। ঘুষ কেলেঙ্কারির কারণে দলীয় চাপের মুখে সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে বাধ্য হন বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা।
গত বুধবার দলীয় বৈঠকে নেতারা গোপন ব্যালটে ভোট দিয়ে সদানন্দ গৌড়াকে মুখ্যমন্ত্রী করার পক্ষে রায় দেন। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন জগদীশ সেত্তার।
বি এস ইয়েদুরাপ্পা বলেছেন, এখন থেকে তিনি দলের সাধারণ একজন কর্মী। জগদীশ সেত্তারকে পেছনে ফেলে সদানন্দ গৌড়ার দলীয় সমর্থন লাভ প্রসঙ্গে তিনি বলেন, এটা দলীয় জয়, সংহতির জয়। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে সদানন্দ গৌড়ার স্বাধীনভাবে কাজ করার সামর্থ্য রয়েছে।
কর্ণাটকের ২৬তম মুখ্যমন্ত্রী হলেন সদানন্দ গৌড়া। ঘুষ কেলেঙ্কারির কারণে দলীয় চাপের মুখে সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে বাধ্য হন বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা।
গত বুধবার দলীয় বৈঠকে নেতারা গোপন ব্যালটে ভোট দিয়ে সদানন্দ গৌড়াকে মুখ্যমন্ত্রী করার পক্ষে রায় দেন। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন জগদীশ সেত্তার।
বি এস ইয়েদুরাপ্পা বলেছেন, এখন থেকে তিনি দলের সাধারণ একজন কর্মী। জগদীশ সেত্তারকে পেছনে ফেলে সদানন্দ গৌড়ার দলীয় সমর্থন লাভ প্রসঙ্গে তিনি বলেন, এটা দলীয় জয়, সংহতির জয়। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে সদানন্দ গৌড়ার স্বাধীনভাবে কাজ করার সামর্থ্য রয়েছে।
No comments