যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার হবে সোনিয়া গান্ধীর
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর অস্ত্রোপচার হবে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। গতকাল বৃহস্পতিবার কংগ্রেস দলের মুখপাত্র জনার্ধন দ্বিবেদি এ কথা জানান।
সোনিয়া গান্ধীর (৬৪) অস্ত্রোপচারের কারণ সম্পর্কে বিস্তারিত জানাননি জনার্ধন। অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁর কয়েক সপ্তাহ লাগতে পারে বলে জানান তিনি।
দ্বিবেদি জানান, চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের জন্য সোনিয়া বিদেশ গেছেন। তাঁকে দুই থেকে তিন সপ্তাহ সেখানে থাকতে হতে পারে।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া গান্ধীকে দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক বলে গণ্য করা হয়। দ্বিবেদি জানান, সোনিয়া বিদেশে অবস্থানকালে কংগ্রেসের দৈনন্দিন কাজ পরিচালনার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন। তাঁর ছেলে রাহুল গান্ধী রয়েছেন এই কমিটিতে।
গত সোমবার লোকসভার নতুন অধিবেশনে সোনিয়ার অনুপস্থিতি ভারতীয় সংবাদমাধ্যমের নজরে আসে। দলের পক্ষ থেকে এ ব্যাপারে বলা হয়, তিনি ভাইরাসজনিত সংক্রমণে ভুগছেন।
সোনিয়া গান্ধীর (৬৪) অস্ত্রোপচারের কারণ সম্পর্কে বিস্তারিত জানাননি জনার্ধন। অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁর কয়েক সপ্তাহ লাগতে পারে বলে জানান তিনি।
দ্বিবেদি জানান, চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের জন্য সোনিয়া বিদেশ গেছেন। তাঁকে দুই থেকে তিন সপ্তাহ সেখানে থাকতে হতে পারে।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া গান্ধীকে দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক বলে গণ্য করা হয়। দ্বিবেদি জানান, সোনিয়া বিদেশে অবস্থানকালে কংগ্রেসের দৈনন্দিন কাজ পরিচালনার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন। তাঁর ছেলে রাহুল গান্ধী রয়েছেন এই কমিটিতে।
গত সোমবার লোকসভার নতুন অধিবেশনে সোনিয়ার অনুপস্থিতি ভারতীয় সংবাদমাধ্যমের নজরে আসে। দলের পক্ষ থেকে এ ব্যাপারে বলা হয়, তিনি ভাইরাসজনিত সংক্রমণে ভুগছেন।
No comments