লিভারপুলের কাছে আর্সেনালের হার
প্রথম ম্যাচে ড্র। আর্সেনাল কাল নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে হেরেই গেল। নিজেদের মাঠে ২০০০ সালের পর এই প্রথম লিভারপুলের কাছে হার ‘গানার’দের। আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।
আর্সেনালকে প্রথম পিছিয়ে দিয়েছে ৭৮ মিনিটে ওয়েলশ মিডফিল্ডার অ্যারন রামসের আত্মঘাতী গোল। ডিফেন্ডার ইগনাসিও বল ক্লিয়ার করতে গিয়েছিলেন, সেই বল রামসের মাথায় লেগে ঢুকে যায় আর্সেনালের জালে। ইনজুরি সময়ে লিভারপুলের দ্বিতীয় গোলটি করেন লুইস সুয়ারেজ। ১১ বছর পর আর্সেনালের মাঠে জয়ের উৎসব করে লিভারপুল।
শুধু কি পরাজয়? এর আগে ৭০ মিনিটে ইমানুয়েল ফ্রিমপং দুই হলুদ কার্ডের খাড়ায় কাটা পড়েন। প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের সঙ্গে একটি লাল কার্ডের লজ্জা, দ্বিতীয় ম্যাচে হার, এর আগে সেস ফ্যাব্রিগাসের চলে যাওয়া। আর্সেনালের ইতিহাসে সবচেয়ে হতাশাজনক সপ্তাহই বুঝি কাটল।
সামির নাসরিরও আর্সেনাল ছেড়ে যাওয়ার কথা চলছে। মৌসুমের প্রথম ম্যাচে এ কারণেই তাঁকে দলে রাখেননি কোচ আর্সেন ওয়েঙ্গার। তবে কাল প্রথম একাদশে ছিলেন ফরাসি মিডফিল্ডার।
ম্যাচে সুস্পষ্ট গোলের সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি আর্সেনাল। ডিফেন্স চেরা নিখুঁত পাস দেওয়ার লোকেরই যে অভাব ছিল! ওদিকে মৌসুম শুরুর আগেই দলকে ভালো কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সুয়ারেজকে প্রথম একাদশে নামাননি লিভারপুল কোচ কেনি ডালগ্লিস। তবে বদলি হিসেবে নেমে নিজের কাজটি ঠিকই করেছেন। প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে তাঁর গোল হলো দুটি।
এদিকে জার্মান বুন্দেসলিগায় বিশাল জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। কাল ঘরের মাঠে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হামবুর্গকে। গোল করেছেন ফন বাইটেন, ফ্রাঙ্ক রিবেরি, আরিয়েন রোবেন, মারিও গোমেজ ও ইভিকা ওলিচ। এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বায়ার্ন।
আর্সেনালকে প্রথম পিছিয়ে দিয়েছে ৭৮ মিনিটে ওয়েলশ মিডফিল্ডার অ্যারন রামসের আত্মঘাতী গোল। ডিফেন্ডার ইগনাসিও বল ক্লিয়ার করতে গিয়েছিলেন, সেই বল রামসের মাথায় লেগে ঢুকে যায় আর্সেনালের জালে। ইনজুরি সময়ে লিভারপুলের দ্বিতীয় গোলটি করেন লুইস সুয়ারেজ। ১১ বছর পর আর্সেনালের মাঠে জয়ের উৎসব করে লিভারপুল।
শুধু কি পরাজয়? এর আগে ৭০ মিনিটে ইমানুয়েল ফ্রিমপং দুই হলুদ কার্ডের খাড়ায় কাটা পড়েন। প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের সঙ্গে একটি লাল কার্ডের লজ্জা, দ্বিতীয় ম্যাচে হার, এর আগে সেস ফ্যাব্রিগাসের চলে যাওয়া। আর্সেনালের ইতিহাসে সবচেয়ে হতাশাজনক সপ্তাহই বুঝি কাটল।
সামির নাসরিরও আর্সেনাল ছেড়ে যাওয়ার কথা চলছে। মৌসুমের প্রথম ম্যাচে এ কারণেই তাঁকে দলে রাখেননি কোচ আর্সেন ওয়েঙ্গার। তবে কাল প্রথম একাদশে ছিলেন ফরাসি মিডফিল্ডার।
ম্যাচে সুস্পষ্ট গোলের সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি আর্সেনাল। ডিফেন্স চেরা নিখুঁত পাস দেওয়ার লোকেরই যে অভাব ছিল! ওদিকে মৌসুম শুরুর আগেই দলকে ভালো কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সুয়ারেজকে প্রথম একাদশে নামাননি লিভারপুল কোচ কেনি ডালগ্লিস। তবে বদলি হিসেবে নেমে নিজের কাজটি ঠিকই করেছেন। প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে তাঁর গোল হলো দুটি।
এদিকে জার্মান বুন্দেসলিগায় বিশাল জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। কাল ঘরের মাঠে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হামবুর্গকে। গোল করেছেন ফন বাইটেন, ফ্রাঙ্ক রিবেরি, আরিয়েন রোবেন, মারিও গোমেজ ও ইভিকা ওলিচ। এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বায়ার্ন।
No comments