শিল্পী মার্গারেট ওলির জীবনাবসান
অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী মার্গারেট ওলি (৮৮) আর নেই। সিডনি শহরের ইনার ইস্টে অবস্থিত পেডিংটনের নিজ বাড়িতে গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা গেছেন। নিউ সাউথ ওয়েলসের আর্ট গ্যালারি গতকাল মঙ্গলবার এ কথা জানায়।
অস্ট্রেলিয়ার সবচেয়ে সম্মানিত শিল্পীদের মধ্যে ওলি একজন। বর্ণিল ‘স্টিল লাইফ’ চিত্র আঁকার জন্য তিনি বিখ্যাত। গ্যালারির পরিচালক অ্যাডমুন্ড ক্যাপন বলেন, মার্গারেট ওলি ছিলেন একজন পরিপূর্ণ শিল্পী। আর কোনো পেশা তাঁর ছিল না। তিনি আরও বলেন, ফুল ও ফল রাখার পাত্র এবং ঘরের ভেতরের বিভিন্ন ছোটখাটো ও গতানুগতিক জিনিসের মধ্যে এই শিল্পী মার্গারেট খুঁজে পেয়েছিলেন সৌন্দর্য, মানবতা ও অনুপ্রেরণার মতো সম্পদ।
অস্ট্রেলিয়ার সবচেয়ে সম্মানিত শিল্পীদের মধ্যে ওলি একজন। বর্ণিল ‘স্টিল লাইফ’ চিত্র আঁকার জন্য তিনি বিখ্যাত। গ্যালারির পরিচালক অ্যাডমুন্ড ক্যাপন বলেন, মার্গারেট ওলি ছিলেন একজন পরিপূর্ণ শিল্পী। আর কোনো পেশা তাঁর ছিল না। তিনি আরও বলেন, ফুল ও ফল রাখার পাত্র এবং ঘরের ভেতরের বিভিন্ন ছোটখাটো ও গতানুগতিক জিনিসের মধ্যে এই শিল্পী মার্গারেট খুঁজে পেয়েছিলেন সৌন্দর্য, মানবতা ও অনুপ্রেরণার মতো সম্পদ।
No comments