প্রধানমন্ত্রী মনমোহনকে ফের দুষলেন এ রাজা
ভারতের সাবেক টেলিকমমন্ত্রী এ রাজা প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দোষারোপ করেছেন।
নয়াদিল্লির বিশেষ আদালতে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীকে দোষারোপ করে রাজা বলেছেন, ২জি (দ্বিতীয় প্রজন্মের) স্পেকট্রামের জন্য বরাদ্দসংক্রান্ত বিষয়গুলো নিরীক্ষার জন্য প্রধানমন্ত্রী ‘গ্রুপ অব মিনিস্টারস’ (জিওএম) গঠন করেননি।
ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) শরিক দল ডিএমকে নেতা রাজা বলেন, ২জি মোবাইলের লাইসেন্স-সংক্রান্ত নথিটি তিনি পুনরায় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন। নথিতে কোনো গরমিল থাকলে তিনি জিওএম সদস্যদের ডেকে পাঠাতে পারতেন। অ্যাটর্নি জেনারেলকেও এই মামলার সাক্ষী হিসেবে আদালতে হাজির করতে তিনি দাবি জানান।
এর কয়েক ঘণ্টা আগে আরেকটি আদালতে এ রাজা তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকেও ২জি স্পেকট্রাম মামলার সাক্ষী হিসেবে হাজির করতে অনুরোধ করেন। তবে তখন তিনি এ মামলায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে না জড়ানোর আভাস দেন।
নয়াদিল্লির বিশেষ আদালতে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীকে দোষারোপ করে রাজা বলেছেন, ২জি (দ্বিতীয় প্রজন্মের) স্পেকট্রামের জন্য বরাদ্দসংক্রান্ত বিষয়গুলো নিরীক্ষার জন্য প্রধানমন্ত্রী ‘গ্রুপ অব মিনিস্টারস’ (জিওএম) গঠন করেননি।
ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) শরিক দল ডিএমকে নেতা রাজা বলেন, ২জি মোবাইলের লাইসেন্স-সংক্রান্ত নথিটি তিনি পুনরায় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন। নথিতে কোনো গরমিল থাকলে তিনি জিওএম সদস্যদের ডেকে পাঠাতে পারতেন। অ্যাটর্নি জেনারেলকেও এই মামলার সাক্ষী হিসেবে আদালতে হাজির করতে তিনি দাবি জানান।
এর কয়েক ঘণ্টা আগে আরেকটি আদালতে এ রাজা তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকেও ২জি স্পেকট্রাম মামলার সাক্ষী হিসেবে হাজির করতে অনুরোধ করেন। তবে তখন তিনি এ মামলায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে না জড়ানোর আভাস দেন।
No comments