সার্ব-নিয়ন্ত্রিত সীমান্ত চৌকি দখলে কসোভোর অভিযান
সার্বিয়ার-নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় কয়েকটি সীমান্ত চৌকি নিজেদের দখলে নিতে অভিযান শুরু করেছে কসোভোর পুলিশ। এতে অঞ্চলটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহে সার্বিয়া থেকে কসোভোয় সব ধরনের আমদানি বন্ধের ঘোষণার পর পুলিশ এ অভিযান শুরু করে।
কসোভোর পররাষ্ট্রমন্ত্রী অলিভার ইভানোভিৎস রয়টার্সকে বলেছেন, গত সোমবার গভীর রাতে পুলিশের বিশেষ বাহিনী তিনটি সীমান্ত চৌকি দখলের চেষ্টা করে। সার্বিয়া থেকে কসোভো যাওয়া-আসার দুটি প্রধান সড়কের একটির সীমান্ত পারাপার নিয়ন্ত্রণে নিয়েছে কসোভোর পুলিশ। তবে স্থানীয় সার্বরা অপর একটি প্রধান সীমান্ত পারাপার অবরোধ করে রেখেছে। উত্তরাঞ্চলীয় এ এলাকায় কসোভোর প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই।
কসোভোর উপপ্রধানমন্ত্রী হাজেরদিন কুচি বলেন, ‘এ অভিযান স্থানীয় জনগণের বিরুদ্ধে নয়। আমাদের সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতেই অভিযান চলছে। ওই এলাকাকে আইনের শাসনের আওতায় আনা ও সেখানে অভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা চালুর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের দেশের ওই এলাকাটিতে অনেক বছর ধরে অভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা কাজ করছে না।’
কসোভোর এক পুলিশ কর্মকর্তা বলেছেন, সোমবার রাতে হাত-গ্রেনেড বিস্ফোরণে তাঁদের এক সদস্য আহত হয়েছেন।
উভয়পক্ষের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক দশকেরও বেশি সময় ধরে ন্যাটোর শান্তিরক্ষী বাহিনী কসোভোয় নিয়মিত টহলে রয়েছে।
কসোভোর পররাষ্ট্রমন্ত্রী অলিভার ইভানোভিৎস রয়টার্সকে বলেছেন, গত সোমবার গভীর রাতে পুলিশের বিশেষ বাহিনী তিনটি সীমান্ত চৌকি দখলের চেষ্টা করে। সার্বিয়া থেকে কসোভো যাওয়া-আসার দুটি প্রধান সড়কের একটির সীমান্ত পারাপার নিয়ন্ত্রণে নিয়েছে কসোভোর পুলিশ। তবে স্থানীয় সার্বরা অপর একটি প্রধান সীমান্ত পারাপার অবরোধ করে রেখেছে। উত্তরাঞ্চলীয় এ এলাকায় কসোভোর প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই।
কসোভোর উপপ্রধানমন্ত্রী হাজেরদিন কুচি বলেন, ‘এ অভিযান স্থানীয় জনগণের বিরুদ্ধে নয়। আমাদের সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতেই অভিযান চলছে। ওই এলাকাকে আইনের শাসনের আওতায় আনা ও সেখানে অভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা চালুর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের দেশের ওই এলাকাটিতে অনেক বছর ধরে অভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা কাজ করছে না।’
কসোভোর এক পুলিশ কর্মকর্তা বলেছেন, সোমবার রাতে হাত-গ্রেনেড বিস্ফোরণে তাঁদের এক সদস্য আহত হয়েছেন।
উভয়পক্ষের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক দশকেরও বেশি সময় ধরে ন্যাটোর শান্তিরক্ষী বাহিনী কসোভোয় নিয়মিত টহলে রয়েছে।
No comments