বিয়ে করছেন ভুটানের রাজা
বিয়ে করতে যাচ্ছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক (৩১)। কনে থিম্পু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। নাম জেতসুন পেমা। গতকাল শুক্রবার সকালে পার্লামেন্টে রাজা নিজেই তাঁর বিয়ের কথা ঘোষণা করেন।
তথ্যসচিব দেশো কিনলে সাংবাদিকদের বলেন, ‘আমাদের রাজা আগামী অক্টোবরে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন।’
রাজধানী থিম্পু থেকে রয়্যাল প্রেস কার্যালয়ের মুখপাত্র দোরজি ওয়াংচুক টেলিফোনে এএফপিকে বলেন, ‘বিয়েতে ধুমধাম হবে, তবে খুব বেশি নয়। এই অনুষ্ঠান নিয়ে বড় ধরনের পরিকল্পনা না করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজা। এর প্রথম কারণ, ভুটানে সম্পদের অপ্রতুলতা রয়েছে। দ্বিতীয়ত, এ অনুষ্ঠান তাঁর ব্যক্তিগত।’
কনের বিষয়ে দোরজি ওয়াংচুক বলেন, ‘পেমা থিম্পু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। রাজা তাঁকে বেশ কিছুদিন ধরে জানেন। তাঁর সম্পর্কে পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।’
রাজা জিগমে খেসার ওয়াংচুক অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। ২০০৮ সালে তাঁকে রাজমুকুট পরানো হয়।
তথ্যসচিব দেশো কিনলে সাংবাদিকদের বলেন, ‘আমাদের রাজা আগামী অক্টোবরে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন।’
রাজধানী থিম্পু থেকে রয়্যাল প্রেস কার্যালয়ের মুখপাত্র দোরজি ওয়াংচুক টেলিফোনে এএফপিকে বলেন, ‘বিয়েতে ধুমধাম হবে, তবে খুব বেশি নয়। এই অনুষ্ঠান নিয়ে বড় ধরনের পরিকল্পনা না করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজা। এর প্রথম কারণ, ভুটানে সম্পদের অপ্রতুলতা রয়েছে। দ্বিতীয়ত, এ অনুষ্ঠান তাঁর ব্যক্তিগত।’
কনের বিষয়ে দোরজি ওয়াংচুক বলেন, ‘পেমা থিম্পু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। রাজা তাঁকে বেশ কিছুদিন ধরে জানেন। তাঁর সম্পর্কে পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।’
রাজা জিগমে খেসার ওয়াংচুক অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। ২০০৮ সালে তাঁকে রাজমুকুট পরানো হয়।
No comments