রক্ষা পেতে পুলিশকে ফোন করলচোর!
ওরা তিনজন গিয়েছিল চুরি করতে। বাড়িটি ছিল ফাঁকা। সপরিবারে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন বাড়ির মালিক চরণজিৎ সিং। ঝুটঝামেলা ছাড়াই চুরি করবে বলে ঘরে ঢুকে ভেতর থেকে খিল লাগিয়ে দিল তারা। চুরি করার জন্য এমন নিরাপদ বাড়ি কি আর পাওয়া যাবে? মোটেই না।এরপর চোরের দল একে একে পছন্দের জিনিসগুলো ব্যাগে ভরতে লাগল। কিন্তু একি! হঠাৎ তারা আবিষ্কার করল, তাদের চৌর্যকর্মের মধ্যে কেউ ছন্দপতন ঘটানোর চেষ্টা করছে। তারা কান খাড়া করে শুনতে পেল, যা হওয়ার তা-ই হয়েছে। বাড়ির মালিক চরণজিৎ সিং এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখে হইচই শুরু করে দিয়েছেন। তাঁর চিৎকারে জড়ো হয়েছেন আশপাশের লোকজন ও প্রতিবেশীরা। গণধোলাই থেকে বাঁচতে ‘বুদ্ধি’ করে তাদের একজনের মুঠোফোন থেকে পুলিশকে ফোন দিল। তারা বাড়ির ঠিকানা দিয়ে বলল, ‘আমরা চোর। আমরা এই বাড়িতে আটকা পড়েছি।’ ফোন পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লির তিলক বিহার এলাকায়। পুলিশ জানায়, বিপদে পড়ে সাহায্য চেয়ে পুলিশকে অপরাধীদের ফোন করার ঘটনা সম্ভবত এটাই প্রথম। তারা গণপিটুনির ভয়ে ফোন করেছে।পুলিশ সদস্য রঙ্গনাথন জানান, চোরদের মধ্যে দুইজন চরণজিৎ সিংয়ের প্রতিবেশী। তাদের কাছ থেকে দশ হাজার রুপি, স্বর্ণালংকার ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লির তিলক বিহার এলাকায়। পুলিশ জানায়, বিপদে পড়ে সাহায্য চেয়ে পুলিশকে অপরাধীদের ফোন করার ঘটনা সম্ভবত এটাই প্রথম। তারা গণপিটুনির ভয়ে ফোন করেছে।পুলিশ সদস্য রঙ্গনাথন জানান, চোরদের মধ্যে দুইজন চরণজিৎ সিংয়ের প্রতিবেশী। তাদের কাছ থেকে দশ হাজার রুপি, স্বর্ণালংকার ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
No comments