ইসরায়েলের আরও বসতি নির্মাণের পরিকল্পনা
ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন করে একটি বড় ধরনের নির্মাণ-প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় কমপক্ষে এক হাজার ৪০০ বাড়ি নির্মাণ করা হবে। ইসরায়েলি সেনাবাহিনীর বেতারে গতকাল রোববার এ খবর প্রকাশ করা হয়।বেথলেহেমের কাছে গিলোতে এই বসতি গড়ে করা হবে।
ধারণা করা হচ্ছে, ওই এলাকার পরিকল্পনা কমিশন এই বসতি নির্মাণের ব্যাপারে কয়েক দিনের মধ্যে অনুমতি দেবে। ওই বেতারে পৌর কাউন্সিলররা এই প্রকল্পের বিষয়টি নিশ্চিত করেছেন।
পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনের কারণে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা অচলাবস্থায় রয়েছে। এ ব্যাপারে জেরুজালেম শহরের কাউন্সিলর মিয়ার মারগালিত বলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, বসতি স্থাপনের অনুমতি দেওয়া হলে ফিলিস্তিনের সঙ্গে শান্তি-প্রক্রিয়া ভেঙে যাবে।
ধারণা করা হচ্ছে, ওই এলাকার পরিকল্পনা কমিশন এই বসতি নির্মাণের ব্যাপারে কয়েক দিনের মধ্যে অনুমতি দেবে। ওই বেতারে পৌর কাউন্সিলররা এই প্রকল্পের বিষয়টি নিশ্চিত করেছেন।
পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনের কারণে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা অচলাবস্থায় রয়েছে। এ ব্যাপারে জেরুজালেম শহরের কাউন্সিলর মিয়ার মারগালিত বলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, বসতি স্থাপনের অনুমতি দেওয়া হলে ফিলিস্তিনের সঙ্গে শান্তি-প্রক্রিয়া ভেঙে যাবে।
No comments