ভারতে কংগ্রেস পার্টির জনপ্রিয়তা কমেছে
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির জনপ্রিয়তা কমেছে। এই মুহূর্তে নির্বাচন হলে দলটি ৪০টির মতো আসন কম পাবে। কোটি কোটি ডলারের কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ কংগ্রেসের জনপ্রিয়তা কমার কারণ বলে একটি জরিপ থেকে জানা যায়।
এসি নেইলসেন ও ইন্ডিয়া টুডে ম্যাগাজিন যৌথভাবে এই জরিপটি পরিচালনা করে। এতে বলা হয়, ৩ হাজার ৯০০ কোটি ডলারের টেলিকম কেলেঙ্কারি ও গত বছরের আগস্টে কমনওয়েলথ গেমসে দুর্নীতির অভিযোগের ফলে ক্ষমতাসীন দলের প্রতি জনগণের আস্থা কমে গেছে।
জরিপে দেখা গেছে, ৪৪ ভাগ লোক মনে করেন কেলেঙ্কারির কারণে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভাবমূর্তি এখন হুমকির মুখে। এই জরিপে ভারতের ১৯টি রাজ্যের ১২ হাজার ৩৪৯ জন অংশ নেন।
এসি নেইলসেন ও ইন্ডিয়া টুডে ম্যাগাজিন যৌথভাবে এই জরিপটি পরিচালনা করে। এতে বলা হয়, ৩ হাজার ৯০০ কোটি ডলারের টেলিকম কেলেঙ্কারি ও গত বছরের আগস্টে কমনওয়েলথ গেমসে দুর্নীতির অভিযোগের ফলে ক্ষমতাসীন দলের প্রতি জনগণের আস্থা কমে গেছে।
জরিপে দেখা গেছে, ৪৪ ভাগ লোক মনে করেন কেলেঙ্কারির কারণে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভাবমূর্তি এখন হুমকির মুখে। এই জরিপে ভারতের ১৯টি রাজ্যের ১২ হাজার ৩৪৯ জন অংশ নেন।
No comments