ইরান ২০১৫ সালের আগে পারমাণবিক বোমা বানাতে পারবে না: মোসাদ
ইরান ২০১৫ সালের আগে পারমাণবিক বোমা বানাতে সক্ষম হবে না বলে মনে করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। মোসাদের পরিচালক মির ডাগান ইরানে শিগগিরই সামরিক হামলা চালানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। গতকাল শুক্রবার প্রকাশিত মোসাদের মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মির ডাগান ইরানের পারমাণবিক কর্মসূচি নিবৃত্ত করতে মার্কিনদের নেওয়া পদক্ষেপের প্রতি ইসরায়েলকে আস্থা রাখার পরামর্শ দেন। এক ব্রিফিংয়ে তিনি বলেন, ২০১৫ সালের আগে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। এর আগে ২০০৯ সালের জুনে ডাগান বলেছিলেন, ২০১৪ সাল নাগাদ ইরান পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে।
সেনাবাহিনীর সাবেক জেনারেল মির ডাগানকে ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন মোসাদের পরিচালক নিযুক্ত করেন। দীর্ঘ আট বছর মোসাদের পরিচালক থাকাকালীন ডাগান শত্রু দেশগুলোর সঙ্গে ইসরায়েলের প্রচ্ছন্ন যুুদ্ধকে উসকে দিয়ে আসছেন।
ডাগান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি হামলা চালানো হলে এর প্রতিক্রিয়া কী হতে পারে, সে ব্যাপারটি পর্যবেক্ষণ করেন। ডাগান জানান, এ ধরনের হামলা চালানো হলে ইরান পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি প্রত্যাখ্যান করে এককভাবে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। কাজেই শিগগিরই ইরানে হামলা চালানো ঠিক হবে না।
মধ্যপ্রাচ্য অঞ্চলে একমাত্র ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে। এটা সত্ত্বেও বিশ্লেষকেরা মনে করেন, ইসরায়েলের বিমানবাহিনী এতই ছোট যে তার একার পক্ষে ইরানে হামলা চালিয়ে সফল হওয়া দুরূহ ব্যাপার। এ ছাড়া ইরানের পাল্টা হামলার ঝুঁকির ব্যাপারেও ইসরায়েল পূর্ণ সচেতন রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, তারা নতুন করে কোনো আঞ্চলিক যুদ্ধ চায় না।
মির ডাগান ইরানের পারমাণবিক কর্মসূচি নিবৃত্ত করতে মার্কিনদের নেওয়া পদক্ষেপের প্রতি ইসরায়েলকে আস্থা রাখার পরামর্শ দেন। এক ব্রিফিংয়ে তিনি বলেন, ২০১৫ সালের আগে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। এর আগে ২০০৯ সালের জুনে ডাগান বলেছিলেন, ২০১৪ সাল নাগাদ ইরান পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে।
সেনাবাহিনীর সাবেক জেনারেল মির ডাগানকে ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন মোসাদের পরিচালক নিযুক্ত করেন। দীর্ঘ আট বছর মোসাদের পরিচালক থাকাকালীন ডাগান শত্রু দেশগুলোর সঙ্গে ইসরায়েলের প্রচ্ছন্ন যুুদ্ধকে উসকে দিয়ে আসছেন।
ডাগান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি হামলা চালানো হলে এর প্রতিক্রিয়া কী হতে পারে, সে ব্যাপারটি পর্যবেক্ষণ করেন। ডাগান জানান, এ ধরনের হামলা চালানো হলে ইরান পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি প্রত্যাখ্যান করে এককভাবে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। কাজেই শিগগিরই ইরানে হামলা চালানো ঠিক হবে না।
মধ্যপ্রাচ্য অঞ্চলে একমাত্র ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে। এটা সত্ত্বেও বিশ্লেষকেরা মনে করেন, ইসরায়েলের বিমানবাহিনী এতই ছোট যে তার একার পক্ষে ইরানে হামলা চালিয়ে সফল হওয়া দুরূহ ব্যাপার। এ ছাড়া ইরানের পাল্টা হামলার ঝুঁকির ব্যাপারেও ইসরায়েল পূর্ণ সচেতন রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, তারা নতুন করে কোনো আঞ্চলিক যুদ্ধ চায় না।
No comments