ক্লিনটনকে রাষ্ট্রদূত হিসেবে চান শাভেজ
রাষ্ট্রদূত নিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সংকটের একটি সমাধান বাতলে দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। মার্কিন প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, অভিনেতা শ্যন পেন, চলচ্চিত্র পরিচালক অলিভার স্টোন অথবা দার্শনিক নোয়াম চমস্কিকে কারাকাসে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হলে সমস্যার সমাধান হতে পারে।সম্প্রতি কারকাসে রাষ্ট্রদূত নিয়োগ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু তাঁকে মেনে নিতে অস্বীকৃতি জানান হুগো শাভেজ। জবাবে গত সপ্তাহে ওয়াশিংটনে ভেনেজুয়েলার রাষ্ট্রদূতের ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র।
এক টেলিভিশন ভাষণে শাভেজ জানান, তাঁর কাছে একটি সমাধান আছে। তিনি বলেন, ‘আমি আশা করি, তারা অলিভার স্টোনের নাম ঘোষণা করবে। শ্যন পেন অথবা নোয়োম চমস্কির নামও আমি বলতে পারি। এ ছাড়া সেখানে আমাদের আরও অনেক বন্ধু আছে, যেমন বিল ক্লিনটন।’
এক টেলিভিশন ভাষণে শাভেজ জানান, তাঁর কাছে একটি সমাধান আছে। তিনি বলেন, ‘আমি আশা করি, তারা অলিভার স্টোনের নাম ঘোষণা করবে। শ্যন পেন অথবা নোয়োম চমস্কির নামও আমি বলতে পারি। এ ছাড়া সেখানে আমাদের আরও অনেক বন্ধু আছে, যেমন বিল ক্লিনটন।’
No comments