টি-টোয়েন্টিকে ক্লার্কের বিদায়
টি-টোয়েন্টির ধরনের সঙ্গে তাঁর ব্যাটিংটা ঠিক যায় না। মাইকেল ক্লার্ক তবু লড়াই চালিয়ে যাচ্ছিলেন, নিজেকে মানিয়ে নিতে মাত্র ২৮ ইনিংসে ব্যাটিং করেছেন সাতটি পজিশনে! ১টি ফিফটি আর মাত্র ১০৩ স্ট্রাইক রেটই জানান দিচ্ছে, ক্লার্ক পারছিলেন না। অ্যাশেজ হারের পরপরই টি-টোয়েন্টিকে তাই বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক। ক্যামেরন হোয়াইটকে করা হয়েছে অধিনায়ক, এত দিন যিনি ছিলেন ক্লার্কের ডেপুটি। নতুন ডেপুটি উইকেটকিপার-ব্যাটসম্যান টিম পেইন। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে নতুন মুখ ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও পেসার জেমস প্যাটিনসন। ওয়েবসাইট।অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: ক্যামেরন হোয়াইট (অধিনায়ক), টিম পেইন (সহ-অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ডেভিড হাসি, মিচেল জনসন, ব্রেট লি, স্টিভ ও’কিফি, জেমস প্যাটিনসন, স্টিভেন স্মিথ, শন টেইট, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন।
No comments