ম্যানইউকে বাঁচালেন নানি-ওয়েন
কাল ১২তম বারের মতো দেখা হলো ম্যানচেস্টার ইউনাইটেড আর বোল্টন ওয়ান্ডারার্সের। আগের ১১ ম্যাচের ১০টিতেই হেরেছে বোল্টন। কালকের ম্যাচের একপর্যায়ে মনে হচ্ছিল পরাক্রমশালী প্রতিপক্ষের বিপক্ষে ঐতিহাসিক এক জয়ই হয়তো পেতে চলেছে তারা। কিন্তু দু-দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আর পারেনি বোল্টন। ম্যানইউর সঙ্গে ২-২ গোলে ড্র করায় আনন্দই হওয়া উচিত, কিন্তু স্মরণীয় এক জয় হাতছাড়া করার দুঃখটাও কম নয়।
ম্যানইউকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন নানি ও মাইকেল ওয়েন। জাট নাইট ৬ মিনিটেই বোল্টনকে এগিয়ে দেওয়ার পর ২৩ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যের দারুণ ঝলক দেখিয়ে ম্যানইউকে সমতায় ফিরিয়েছেন পর্তুগিজ উইঙ্গার নানি। ৬৭ মিনিটে পেত্রোভ বোল্টনকে আবার এগিয়ে দেওয়ার পর ৭৪ মিনিটে সমতা আনেন ওয়েন। ইংলিশ ফুটবলে এটি ওয়েনের ২০০তম গোল।
ম্যানইউ বেঁচে গেলেও গত পরশু আর্সেনালের ঠিকই পচা শামুকে পা কেটেছে। নিজেদের মাঠে ব্রমউইচের কাছে ৩-২ গোলে হেরে গেছে ‘গানার’রা। গোলরক্ষক আলমুনিয়ার ভুলের বড় ভূমিকা ছিল আর্সেনালের পরাজয়ে। তবে কোচ আর্সেন ওয়েঙ্গার অবশ্য একা কারও ওপর দায় না চাপিয়ে বলেছেন, ‘পুরো দলই আজ খারাপ খেলেছে।’
ম্যানইউকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন নানি ও মাইকেল ওয়েন। জাট নাইট ৬ মিনিটেই বোল্টনকে এগিয়ে দেওয়ার পর ২৩ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যের দারুণ ঝলক দেখিয়ে ম্যানইউকে সমতায় ফিরিয়েছেন পর্তুগিজ উইঙ্গার নানি। ৬৭ মিনিটে পেত্রোভ বোল্টনকে আবার এগিয়ে দেওয়ার পর ৭৪ মিনিটে সমতা আনেন ওয়েন। ইংলিশ ফুটবলে এটি ওয়েনের ২০০তম গোল।
ম্যানইউ বেঁচে গেলেও গত পরশু আর্সেনালের ঠিকই পচা শামুকে পা কেটেছে। নিজেদের মাঠে ব্রমউইচের কাছে ৩-২ গোলে হেরে গেছে ‘গানার’রা। গোলরক্ষক আলমুনিয়ার ভুলের বড় ভূমিকা ছিল আর্সেনালের পরাজয়ে। তবে কোচ আর্সেন ওয়েঙ্গার অবশ্য একা কারও ওপর দায় না চাপিয়ে বলেছেন, ‘পুরো দলই আজ খারাপ খেলেছে।’
No comments