নেপালে প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগ অষ্টমবারও ব্যর্থ
নেপালে গতকাল রোববার প্রধানমন্ত্রী নির্বাচনের সর্বশেষ উদ্যোগটিও ব্যর্থ হয়েছে। দেশটির পার্লামেন্টের সদস্যরা এ নিয়ে আটবার চেষ্টা করেও একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে নেপালের মাওবাদী দল ক্ষমতার অংশীদারির ভিত্তিতে একটি নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছে।
পার্লামেন্টে গতকালের ভোটাভুটিতে মাওবাদী আইনপ্রণেতারা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। এই পদে তাঁদের প্রার্থী দলের সভাপতি পুষ্প কমল দহল প্রচণ্ড প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন, যাতে নতুন একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনে আলোচনার পথ পরিষ্কার হয়। এর আগের ভোটাভুটিতে প্রচণ্ড তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেস দলের নেতা রামচন্দ্র পৌদেলের চেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেতে ব্যর্থ হন। গতকালের ভোটে রামচন্দ্র একমাত্র প্রার্থী হলেও তাঁর পক্ষে মাত্র ১১৬টি ভোট পড়ে।
৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হয়েছে।
পার্লামেন্টে গতকালের ভোটাভুটিতে মাওবাদী আইনপ্রণেতারা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। এই পদে তাঁদের প্রার্থী দলের সভাপতি পুষ্প কমল দহল প্রচণ্ড প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন, যাতে নতুন একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনে আলোচনার পথ পরিষ্কার হয়। এর আগের ভোটাভুটিতে প্রচণ্ড তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেস দলের নেতা রামচন্দ্র পৌদেলের চেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেতে ব্যর্থ হন। গতকালের ভোটে রামচন্দ্র একমাত্র প্রার্থী হলেও তাঁর পক্ষে মাত্র ১১৬টি ভোট পড়ে।
৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হয়েছে।
No comments