লেবাননে সামরিক সহায়তা দিতে প্রস্তুত ইরান: প্রতিরক্ষামন্ত্রী
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আহমাদ বাহিদি বলেছেন, লেবাননে সামরিক সহায়তা দিতে প্রস্তুত ইরান। গতকাল বুধবার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে লেবাননের গেরিলা সংগঠনের পক্ষ থেকে ইরানের প্রতি এ ধরনের সহায়তার আহ্বান জানানো হয়।
আহমাদ বাহিদি বলেন, লেবানন যেমন তাঁদের বন্ধু, তেমনি দেশটির সেনাবাহিনীও তাঁদের বন্ধু। তাঁরা লেবাননের সেনাবাহিনীকে সহায়তা করতে প্রস্তুত। এখন শুধু প্রয়োজন লেবানন সরকারের আনুষ্ঠানিক অনুরোধ।
ইরানের প্রস্তাবের ব্যাপারে লেবানন অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেনি। তবে দেশটির সেনাবাহিনী বর্তমানে সামরিক সরঞ্জামের সংকটে আছে। সেনাবাহিনীর জন্য অস্ত্র কিনতে লেবাননের সরকার এরই মধ্যে দেশবাসীর সহায়তা চেয়েছে।
আহমাদ বাহিদি বলেন, লেবানন যেমন তাঁদের বন্ধু, তেমনি দেশটির সেনাবাহিনীও তাঁদের বন্ধু। তাঁরা লেবাননের সেনাবাহিনীকে সহায়তা করতে প্রস্তুত। এখন শুধু প্রয়োজন লেবানন সরকারের আনুষ্ঠানিক অনুরোধ।
ইরানের প্রস্তাবের ব্যাপারে লেবানন অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেনি। তবে দেশটির সেনাবাহিনী বর্তমানে সামরিক সরঞ্জামের সংকটে আছে। সেনাবাহিনীর জন্য অস্ত্র কিনতে লেবাননের সরকার এরই মধ্যে দেশবাসীর সহায়তা চেয়েছে।
No comments