শীর্ষ বাছাই ওজনিয়াকি-নাদাল
২০০৯ সালের ইউএস ওপেনের ফাইনাল। সেরেনা, ভেনাস, সাফিনা, শারাপোভাদের ছিটকে দিয়ে মুখোমুখি অবসর ভেঙে ফেরা কিম ক্লাইস্টার্স আর ক্যারোলিন ওজনিয়াকি। বছর ঘুরে আবার যখন ইউএস ওপেনের মঞ্চ প্রস্তুত, আলোচনায় সেই দুজন। এবারের ইউএস ওপেনের শীর্ষ বাছাই ডেনমার্কের ওজনিয়াকি। আর গতবারের চ্যাম্পিয়ন ক্লাইস্টার্স দ্বিতীয় বাছাই। এক নম্বর সেরেনা উইলিয়ামস চোটের কারণে সরে দাঁড়ানোর ফলেই ওজনিয়াকি শীর্ষ বাছাই।
দুজনকে টেনে আনছে আরও একটি দিক। ২০০৩ সালে ইতিহাসের প্রথম মহিলা তারকা হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম না জিতেই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন ক্লাইস্টার্স। ফলে তিনি কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা না জেতা তারকা হিসেবে ইউএস ওপেনে খেলেছিলেন শীর্ষ বাছাই হিসেবে। সাত বছর পর এবার আবার এমন একজন তারকা নামছেন শীর্ষ বাছাই হয়ে, যাঁর কাছে গ্র্যান্ড স্লাম এখনো অধরা। দুবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ভেনাস তৃতীয়, ইয়েলেনা জাঙ্কোভিচ চতুর্থ, অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর থাকছেন পঞ্চম বাছাই।
পুরুষ এককে এমন ব্যতিক্রমী কিছু নেই। নাদাল এক, ফেদেরার নামবেন দ্বিতীয় বাছাই হিসেবে। টুর্নামেন্টের ড্র আজ।
দুজনকে টেনে আনছে আরও একটি দিক। ২০০৩ সালে ইতিহাসের প্রথম মহিলা তারকা হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম না জিতেই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন ক্লাইস্টার্স। ফলে তিনি কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা না জেতা তারকা হিসেবে ইউএস ওপেনে খেলেছিলেন শীর্ষ বাছাই হিসেবে। সাত বছর পর এবার আবার এমন একজন তারকা নামছেন শীর্ষ বাছাই হয়ে, যাঁর কাছে গ্র্যান্ড স্লাম এখনো অধরা। দুবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ভেনাস তৃতীয়, ইয়েলেনা জাঙ্কোভিচ চতুর্থ, অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর থাকছেন পঞ্চম বাছাই।
পুরুষ এককে এমন ব্যতিক্রমী কিছু নেই। নাদাল এক, ফেদেরার নামবেন দ্বিতীয় বাছাই হিসেবে। টুর্নামেন্টের ড্র আজ।
No comments