রুশ নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত ৫
রাশিয়ার নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন পাঁচজন বিচ্ছিন্নতাবাদী জঙ্গিকে গুলি করে হত্যা করেছে। বিক্ষুব্ধ উত্তর ককেশাসের দাগেস্তানে তাদের হত্যা করা হয়। রুশ কর্মকর্তারা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, তল্লাশির জন্য পুলিশ বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের একটি গাড়ি থামানোর চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে জঙ্গিরা সবাই নিহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, নিহত জঙ্গিরা অবৈধ অস্ত্রব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের গাড়ি তল্লাশি করে তিনটি স্বয়ংক্রিয় রাইফেল ও গোলাবারুদ পাওয়া গেছে। বিবৃতিতে আরও বলা হয়, নিহত পাঁচজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। দাগেস্তান ও প্রতিবেশী চেচনিয়ার বিদ্রোহীরা রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।
কর্মকর্তারা জানান, তল্লাশির জন্য পুলিশ বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের একটি গাড়ি থামানোর চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে জঙ্গিরা সবাই নিহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, নিহত জঙ্গিরা অবৈধ অস্ত্রব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের গাড়ি তল্লাশি করে তিনটি স্বয়ংক্রিয় রাইফেল ও গোলাবারুদ পাওয়া গেছে। বিবৃতিতে আরও বলা হয়, নিহত পাঁচজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। দাগেস্তান ও প্রতিবেশী চেচনিয়ার বিদ্রোহীরা রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।
No comments