আর্জেন্টিনা দলে আবার স্যামুয়েল
২০০৬ সালের পর আর আর্জেন্টিনার জার্সি গায়ে তোলা হয়নি ওয়াল্টার স্যামুয়েলের। তার পরও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে পারেন ইন্টার মিলান ডিফেন্ডার। জার্মানির বিপক্ষে আগামী মাসের প্রীতি ম্যাচের জন্য ডিয়েগো ম্যারাডোনা দলে রেখেছেন তাঁকে।
স্যামুয়েল অবশ্য এর আগেও একবার ম্যারাডোনার আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিলেন। গত বছর মার্চে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দলে ডাকলেও তাঁকে মাঠে নামাননি ম্যারাডোনা। ৩ মার্চ জার্মানির বিপক্ষে স্যামুয়েলের গায়ে আর্জেন্টিনার জার্সি উঠবেই, সেই নিশ্চয়তাও দেননি কোচ।
নিশ্চয়তা নেই বিশ্বকাপে খেলারও। এ পর্যন্ত এক শর বেশি খেলোয়াড়কে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছেন ম্যারাডোনা। তবে খেলোয়াড় দেখার কাজটা নাকি এবার শেষ হয়েছে। এখন বিশ্বকাপের দল বাছতে শুরু করেছেন তিনি, ‘বিশ্বকাপে থাকবে এমন খেলোয়াড়দের প্রায় ৫০ শতাংশকে আমি ফোন করেছি। কথা বলেছি ওদের সঙ্গে।’
স্যামুয়েল অবশ্য এর আগেও একবার ম্যারাডোনার আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিলেন। গত বছর মার্চে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দলে ডাকলেও তাঁকে মাঠে নামাননি ম্যারাডোনা। ৩ মার্চ জার্মানির বিপক্ষে স্যামুয়েলের গায়ে আর্জেন্টিনার জার্সি উঠবেই, সেই নিশ্চয়তাও দেননি কোচ।
নিশ্চয়তা নেই বিশ্বকাপে খেলারও। এ পর্যন্ত এক শর বেশি খেলোয়াড়কে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছেন ম্যারাডোনা। তবে খেলোয়াড় দেখার কাজটা নাকি এবার শেষ হয়েছে। এখন বিশ্বকাপের দল বাছতে শুরু করেছেন তিনি, ‘বিশ্বকাপে থাকবে এমন খেলোয়াড়দের প্রায় ৫০ শতাংশকে আমি ফোন করেছি। কথা বলেছি ওদের সঙ্গে।’
No comments