তুরস্কের কোচ হলেন হিডিঙ্ক
এক কান, দুই কান করে কথাটা জেনে গিয়েছিল অনেকেই—তুরস্কের কোচ হচ্ছেন গাস হিডিঙ্ক। অনুমানটা সত্যি হলো। কাল তুরস্কের ফুটবল ফেডারেশন হিডিঙ্ককে কোচ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আনুষ্ঠানিকভাবে তুরস্কের দায়িত্বটা আগামী আগস্ট মাসে নেবেন এই ডাচ কোচ। চুক্তি অনুযায়ী রাশিয়া দলে তাঁর মেয়াদ শেষ হবে জুলাই মাসে।
তুরস্ককে নিয়ে হিডিঙ্কের অভিযান বলতে আপাতত ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা পাওয়ার চেষ্টা করা। ৬৩ বছর বয়সী হিডিঙ্ক কি পারবেন? অতীত ইতিহাস তাঁর পারার পক্ষেই রায় দিচ্ছে। রাশিয়ার কোচ হওয়ার আগে নিজের দেশ নেদারল্যান্ডসহ দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার কোচ ছিলেন তিনি। ১৯৯৮ সালে রাশিয়াকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন। ৪ বছর পর দক্ষিণ কোরিয়াকেও নিয়ে গিয়েছিলেন শেষ চারে। আর রাশিয়াকে তুলেছিলেন ২০০৮ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে।
তুরস্ককে নিয়ে হিডিঙ্কের অভিযান বলতে আপাতত ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা পাওয়ার চেষ্টা করা। ৬৩ বছর বয়সী হিডিঙ্ক কি পারবেন? অতীত ইতিহাস তাঁর পারার পক্ষেই রায় দিচ্ছে। রাশিয়ার কোচ হওয়ার আগে নিজের দেশ নেদারল্যান্ডসহ দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার কোচ ছিলেন তিনি। ১৯৯৮ সালে রাশিয়াকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন। ৪ বছর পর দক্ষিণ কোরিয়াকেও নিয়ে গিয়েছিলেন শেষ চারে। আর রাশিয়াকে তুলেছিলেন ২০০৮ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে।
No comments