আবার চিকিৎসক শরণে অস্ট্রেলিয়ার পথে মাশরাফি
আশা ছিল নিউজিল্যান্ড সফরে গিয়ে সেখান থেকেই অস্ট্রেলিয়া যাবেন ডেভিড ইয়াংকে দেখাতে। জ্বর-সর্দি-কাশিতে পড়ে সেটা তো আর হলো না। আজ রাতে তাই ঢাকা থেকেই অস্ট্রেলিয়ার বিমান ধরছেন মাশরাফি বিন মুর্তজা।
আগামী ১৯ ফেব্রুয়ারি সকালে মেলবোর্নে মাশরাফির দুই হাঁটুর অবস্থা পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ডেভিড ইয়াং। যদি তিনি ছাড়পত্র দেন, তাহলে ২২ তারিখের মধ্যেই ঢাকা ফিরে মাশরাফি যোগ দেবেন ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের অনুশীলনে। তবে স্বাভাবিক হাঁটাচলায় সমস্যা না হলেও অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটু সংশয়াচ্ছন্নই মনে হচ্ছে জাতীয় দলের এই পেসারকে, ‘অ্যাজমার সমস্যা এখনো পুরো যায়নি। এই সমস্যার কারণে ফিটনেস ট্রেনিংগুলো ঠিকভাবে করতে পারিনি। বুঝতে পারছি না ডাক্তার দেখে কী বলবেন। কয়েকটা ম্যাচ খেলে যেতে পারলে নিজের অবস্থাটা বুঝতাম।’
ওদিকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মাশরাফিকে জানানো হয়েছে, শেন বন্ড আর ডেভিড হাসির সঙ্গে আপাতত তাঁকেও রাখা হচ্ছে না প্রাথমিক দলে। কারণ ইংল্যান্ড সিরিজের জন্য ওই সময়টাতে মাশরাফির আন্তর্জাতিক ক্রিকেটেই ব্যস্ত থাকার কথা।
আগামী ১৯ ফেব্রুয়ারি সকালে মেলবোর্নে মাশরাফির দুই হাঁটুর অবস্থা পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ডেভিড ইয়াং। যদি তিনি ছাড়পত্র দেন, তাহলে ২২ তারিখের মধ্যেই ঢাকা ফিরে মাশরাফি যোগ দেবেন ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের অনুশীলনে। তবে স্বাভাবিক হাঁটাচলায় সমস্যা না হলেও অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটু সংশয়াচ্ছন্নই মনে হচ্ছে জাতীয় দলের এই পেসারকে, ‘অ্যাজমার সমস্যা এখনো পুরো যায়নি। এই সমস্যার কারণে ফিটনেস ট্রেনিংগুলো ঠিকভাবে করতে পারিনি। বুঝতে পারছি না ডাক্তার দেখে কী বলবেন। কয়েকটা ম্যাচ খেলে যেতে পারলে নিজের অবস্থাটা বুঝতাম।’
ওদিকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মাশরাফিকে জানানো হয়েছে, শেন বন্ড আর ডেভিড হাসির সঙ্গে আপাতত তাঁকেও রাখা হচ্ছে না প্রাথমিক দলে। কারণ ইংল্যান্ড সিরিজের জন্য ওই সময়টাতে মাশরাফির আন্তর্জাতিক ক্রিকেটেই ব্যস্ত থাকার কথা।
No comments