ম্যারাথন-কলঙ্কের জন্য আজীবন বহিষ্কার
দক্ষিণ এশীয় গেমসের শেষ দিনের ‘ম্যারাথন-নাটকে’ সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় শাস্তি পেলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। কাল বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী সভায় ইভেন্টের কোর্স ও পরিমাপের দায়িত্বে থাকা প্রধান বিচারক জহিরুল হককে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যারাথন পরিমাপ বিশেষজ্ঞ মোহাম্মদ ইয়াহিয়াকে বহিষ্কার করা হয়েছে দুই বছরের জন্য। এ ছাড়া সতর্ক করে দেওয়া হয়েছে রেফারি মঈন উদ্দীন আহমদকে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ম্যারাথনের দৈর্ঘ্য হওয়া উচিত ৪২ কিলোমিটার। কিন্তু এসএ গেমসের ম্যারাথন শেষে দেখা যায়, সেখানে আসলে দৈর্ঘ্য ছিল ৩৭ কিলোমিটার!
No comments