আসামে বোড়ো জঙ্গিদের গুলিতে নিহত ১১
ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যে বোড়ো বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে গতকাল রোববার রাতে দুই মহিলাসহ ১১ জন গ্রামবাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। আহতদের বিশ্বনাথ চারিয়ালি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রাতে আসাম-অরুণাচল প্রদেশ সীমান্ত জেলা শোনিতপুরের বালিসাং গ্রামে আসামের জঙ্গি সংগঠন ন্যাশনাল ডেমোক্রাটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ডের (এনডিএফবি) জঙ্গিরা এই গ্রামে চাঁদা তুলতে এলে গ্রামবাসীরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জঙ্গিরা এই হামলা চালায়। অসমিয়া, নেপালি ও আদিবাসীর বাস এখানে।
শোনিতপুরের পুলিশ সুপার সুরিন্দর কুমার বলেছেন, এই হামলার পেছনে এনডিএফবির নাবলা গোষ্ঠী জড়িত থাকতে পারে। এনডিএফবির গোবিন্দ বসুমাতারি গোষ্ঠী অবশ্য সংঘাত থামানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে আসলেও নাবলা গোষ্ঠী সংঘাতের পথ বেছে নিয়েছে।
গতকাল রাতে আসাম-অরুণাচল প্রদেশ সীমান্ত জেলা শোনিতপুরের বালিসাং গ্রামে আসামের জঙ্গি সংগঠন ন্যাশনাল ডেমোক্রাটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ডের (এনডিএফবি) জঙ্গিরা এই গ্রামে চাঁদা তুলতে এলে গ্রামবাসীরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জঙ্গিরা এই হামলা চালায়। অসমিয়া, নেপালি ও আদিবাসীর বাস এখানে।
শোনিতপুরের পুলিশ সুপার সুরিন্দর কুমার বলেছেন, এই হামলার পেছনে এনডিএফবির নাবলা গোষ্ঠী জড়িত থাকতে পারে। এনডিএফবির গোবিন্দ বসুমাতারি গোষ্ঠী অবশ্য সংঘাত থামানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে আসলেও নাবলা গোষ্ঠী সংঘাতের পথ বেছে নিয়েছে।
No comments