৭০০ বছর পর রূপকথার বৃটিশ কেল্লা বিক্রির পথে
থমাস এই বাড়ির মালিকানা অর্জন করেন যখন তার বয়স ছিল ১৮। তারপর ৫০ বছর ধরে তিনি ও তার স্ত্রী এই কেল্লার সংরক্ষণ, মেরামত, রক্ষণাবেক্ষণের কাজ করে এসেছেন। এখন তারা অবসর নিয়ে নিজের মতো করে জীবন কাটাতে চান বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এই কেল্লার ভেতরে একটি হেলিপ্যাডও আছে। মোট ৯টি খণ্ডে বিভক্ত এই সম্পত্তি। যা পৃথকভাবে এমনকি সবগুলো মিলিয়ে কেনা যাবে। যার মধ্যে রয়েছে একটি বিয়ের অনুষ্ঠান করার মতো বিশাল এলাকা। যেখানে বহু বিখ্যাত লোকের বিয়ের অনুষ্ঠানও হয়েছে অতীতে। ১৩০৮-০৯ সাল থেকে এই সম্পত্তি ইঙ্গিলবি পরিবারের হাতে আসে। এদের এক পূর্বপুরুষ স্যার থমাস সম্পত্তির উত্তরসূরি এডেলিন থোয়াঙ্গেকে বিয়ে করে যৌতুকরূপে এই সম্পত্তি পান।
দুর্গের রক্ষণাবেক্ষণের অর্ধ শতাব্দীর পর, স্যার থমাস এবং লেডি ইঙ্গিলবি সিদ্ধান্ত নিয়েছেন যে এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে। স্যার থমাস বিবিসিকে বলেছেন, ‘এমন কিছু দিন আছে যা আমরা যা মিস করব, তার জন্য আমরা দুঃখিত।’
সূত্র : হিন্দুস্থান টাইমস
No comments