মোহাম্মদপুর থেকে নিখোঁজ সেই কিশোরীর সন্ধান মিলেছে

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে ‘নিখোঁজ’ ১১ বছরের সেই শিশু আরাবি ইসলাম সুবার সন্ধান মিলেছে। স্বেচ্ছায় এক কিশোরের সঙ্গে ‘পালিয়ে যাওয়া’ সুবা বর্তমানে ওই কিশোরের পরিবারের হেফাজতেই রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, ‘সুবা স্বেচ্ছায়ই এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে। যেটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। এখন সে ওই ছেলের বাড়িতেই রয়েছে।’

এর আগে সুবার সন্ধান চেয়ে সোমবার সন্ধ্যায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা ইমরান রাজিব।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় ফুফাত ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাত ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই। শিশুটির ছবিসহ নিখোঁজের খবর ফেইবুকেও ছড়িয়ে পড়ে। আরাবি বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ক্যানসারের চিকিৎসায় তার মা ঢাকায় এসেছিলেন। মায়ের সঙ্গে সুবাও এসেছিলেন।

mzamin

No comments

Powered by Blogger.