খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে  কুশল বিনিময় করেছেন ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কুশল বিনিময় করেন তারা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র আন্দোলনের নেতা ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এ সময় ছাত্রনেতারা বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন জুলাই-আগস্টে ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন। কুশল বিনিময় শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে তিনটি ছবি শেয়ার দিয়ে লেখেন, ‘আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত।’ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতার সঙ্গে।’ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেইজেও বাংলাদেশ ক্যাপশন দিয়ে একটি ছবি শেয়ার করা হয়। যে ছবির উপরে লেখা, ‘সোনালি অতীত, গর্বিত ভবিষ্যৎ’।

mzamin
সেনাকুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ছাত্র আন্দোলনের নেতা ৩ উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম

No comments

Powered by Blogger.