ভারতের সঙ্গে এফওসি ডিসেম্বরে: আলোচনা হবে হাসিনাকে ফেরানো নিয়ে

আগামী মাসে ঢাকায় বাংলাদেশ-ভারত এফওসি অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। গতকাল মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তৌফিক হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মিস্টার হোসেন বলেন, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত (ঢাকায় পররাষ্ট্র সচিবদের বৈঠক) আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। ডিসেম্বর মাসে এফওসি হবে এটুকু জানা গেছে। এফওসিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সামনে এফওসি যেটা সেখানে এটা আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো পরিষ্কার হবে, আমরা আসলে কী চাই। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যর্পণ চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। মাত্র একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। এখনো অনেক সময় রয়েছে। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অনুরোধ পেয়েছে কিনা-জানতে চাইলে মুখপাত্র বলেন, এটা একটা রাজনৈতিক বিষয়। কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেয়া হবে আমরা তখনই কাজ করবো। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অনুরোধ পাইনি। পত্রিকার মাধ্যমে দেখেছি, ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। যেহেতু এটা পররাষ্ট্র সম্পর্কিত বিষয় সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়া ভালো। তবে আমরা কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি। এদিকে এফওসি বিষয়ে আগের দিনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী রাউন্ডে যোগ দিতে ডিসেম্বরের মাঝামাঝি ঢাকা সফরে আসছেন। এটি প্রতিবেশী দেশ দু’টির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টারই ইঙ্গিত। উপদেষ্টা বলেন, আমি বিশ্বাস করি, আমরা (ঢাকা-দিল্লি) স্বাভাবিক (দ্বিপক্ষীয়) সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছি এবং এফওসি হবে সেদিকে এগুনোর প্রথম পদক্ষেপ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা ও নয়াদিল্লি ‘সম্পূর্ণ স্বাভাবিক’ সম্পর্ক পুনরুদ্ধারে বাস্তবসম্মতভাবেই এগিয়ে যেতে পারে। উভয়পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে সম্পর্ককে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করি এবং আমি বিশ্বাস করি যে, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্যও সমান গুরুত্বপূর্ণ। উপদেষ্টা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জগুলো স্বীকার করে বলেছেন, কিছু সমস্যা থাকতে পারে, এটা স্বাভাবিক। যখন উল্লেখযোগ্য পরিবর্তন হয়, তখন কিছু সমস্যা দেখা দেয়। উভয়পক্ষের সুবিধার জন্য এ সমস্যাগুলো অতিক্রম করে একটি ভালো কর্ম সম্পর্ক তৈরি করা আমাদের লক্ষ্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের কারণে দু’দেশের মধ্যে ‘সম্পর্কের উন্নতির জটিলতা’ সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, তিনি প্রতিবেশী দেশে না থাকলে, বাংলাদেশ ও ভারত উভয়ের জন্য প্রক্রিয়াটি সহজ হতো। ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ এবং পরবর্তীতে তার ভারতে অবস্থান, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক- যা এক সময় ‘সোনালী অধ্যায়’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তা এখন টানাপোড়নে রয়েছে।  বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এফওসিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। দলটিতে ঐতিহ্যগতভাবে স্বরাষ্ট্র, বাণিজ্য, পানিসম্পদ ও খাদ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। সফরকালে মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। ২০২৩ সালের ২৪শে নভেম্বর সর্বশেষ নয়াদিল্লিতে বার্ষিক এফওসি অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র তৌফিক হোসেন জানান, রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অফিস অব দ্যা প্রসিকিউটর তদন্ত করছে। অফিস অব দ্যা প্রসিকিউটর কর্তৃক প্রস্তাবিত সাক্ষী সুরক্ষা প্রটোকল বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামত গ্রহণ করে চূড়ান্তকরণ করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম আহমেদ খান আগামী ২৫ থেকে ২৮শে নভেম্বর বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স করার প্রস্তাব দেন। এরই ফলে বুধবার ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক যৌথভাবে উপস্থাপিত “মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি” শীর্ষক একটি রেজ্যুলেশন জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় বলে তিনি জানান। একজন উপদেষ্টা বলেছেন যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য কিছু বিদেশি দূতাবাস চাপ দিচ্ছে। কোন কোন দূতাবাস চাপ দিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে কোনো দেশের কাছ থেকে কোনো কিছু জানিনি।’
ভারতের সঙ্গে চুক্তি পর্যালোচনার অগ্রগতি সীমিত: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারতের সঙ্গে বিগত ১৬ বছরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী শাসনামলে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সে ক্ষেত্রে সরকারের প্রথম ১০০ দিনে অগ্রগতি খুব একটা হয়নি। প্রেস ব্রিফিংয়ে তিনি আশা করেন সামনের দিনগুলোতে এ পর্যালোচনা গতি পাবে। এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ভারতে বিভিন্ন প্রয়োজনে যেতে ইচ্ছুক বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি এফওসিতে তোলা হতে পারে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার সম্পর্কে করা এক প্রশ্নে তৌফিক হোসেন বলেন, এমন অপপ্রচার কাম্য নয়। মিস্টার হোসেন বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যেসব অপপ্রচার চলছে তা দু’দেশের সম্পর্কের জন্য কাম্য নয়। এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে।
পাকিস্তান থেকে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পেয়েছে বাংলাদেশ: এদিকে অপর প্রশ্নে তৌফিক হোসেন জানান, সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ অনুরোধ পেয়েছে। বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাচাই করছে।

mzamin

No comments

Powered by Blogger.