বুঝে শুনে ভালো কিছু কাজই করতে চাই: -কামরুজ্জামান মিলু
ঢাকাই
সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। নিয়মিত চলচ্চিত্রে অভিনয় থেকে সাময়িক
বিরতি শেষে আবার ফিরেছেন এ মাধ্যমটিতে। তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি ছবির
প্রস্তাব পেলেও ব্যাটে বলে না মেলার কারণে সেগুলোতে অভিনয় করেননি। বর্তমানে
বেশ বেছে কাজ করছেন এই তারকা। পূর্ণিমা বলেন, অনেকদিন পর কাজ শুরু করেছি।
মাঝে কয়েকটি নাটক, টেলিছবির পাশাপাশি সিনেমায় কাজের প্রস্তাব এসেছিল। তবে
নানা কারণে সেগুলো করা হয়নি। সত্যি বলতে বড় পর্দায় এখন থেকে বুঝে শুনে ভালো
কিছু কাজই করতে চাই। আর সামনে শীতে ছোট পর্দার জন্য দু-একটি কাজ করবো।
এদিকে ‘জ্যাম’ ছবির শুটিং আবার শুরু হচ্ছে। নঈম ইমতিয়াজ নেয়ামূলের
পরিচালনায় আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে এ শুটিং শুরু হবে। ঢাকার বিভিন্ন
লোকেশনে হবে এ শুটিং। একটানা কাজটি শেষ করার ইচ্ছে আছে আমার। এ ছবিতে
পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। বিশিষ্ট নির্মাতা জাকির হোসেন
রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিতে সিঁথি চরিত্রে অভিনয় করে
দর্শকদের অবাক করেছিলেন পূর্ণিমা। অল্প বয়সে রূপালি পর্দায় নায়িকা হিসেবে
ঝলমলে এক অভিষেক হয়েছিল তার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া নিজের এ প্রথম ছবিতে
পূর্ণিমা নায়ক হিসেবে পেয়েছিলেন রিয়াজকে। এরপর ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে
তুমি’, ‘মেঘলা আকাশ’, ‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, টাকা’, ‘সুভা’,
‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘মাটির ঠিকানা’সহ অসংখ্য জনপ্রিয়
বাংলা সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। ২০১০ সালে
কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য শ্রেষ্ঠ
অভিনেত্রী হিসেবে তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এদিকে বর্তমানে নঈম
ইমতিয়াজ নেয়ামূলের ‘গাঙচিল’ নামে আরেকটি নতুন ছবিতেও কাজ করছেন এই তারকা। এ
ছবিরও বেশকিছু অংশের কাজ হয়েছে। এবারের কোরবানি ঈদে ছোট পর্দার বিশেষ
নাটকে অভিনয় করেছেন পূর্ণিমা। মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় এ নাটকটির
নাম ‘সাবলেট’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি প্রচারের পর
বেশ সাড়া পেয়েছেন বলে জানান তিনি। অন্যদিকে পূর্ণিমা সম্প্রতি আরেকটি বিষয়
নিয়ে খুবই আনন্দিত। তা হচ্ছে খুব অল্প সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম
ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখের বেশি। পূর্ণিমা এ
বিষয়ে বলেন, অনেক তারকার চেয়ে আমার ফলোয়ার সংখ্যা কম। তারপরও আমি খুশি।
কারণ খুবই অল্প সময়ে আমার ফলোয়ার সংখ্যা বেড়েছে ইনস্টাগ্রামে। ছবি, ভিডিও
শেয়ারের জনপ্রিয় এ মাধ্যমটিতে আমি এখন নিয়মিত। এখানে বর্তমানে আমার
অনুসরণকারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এটা জেনে খুব ভালো লাগছে আমার। ছোট
পর্দার কাজ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, গত ঈদে একটি কাজই করা হয়েছে। ‘সাবলেট’
নামের এ নাটকটি প্রচারের পর বেশ সাড়া পেয়েছি। কৃতাঞ্জলী কথাচিত্রের
ব্যানারে নির্মাণ হচ্ছে ‘জ্যাম’ ছবিটি। মাঝে দুই ধাপের হওয়ার পর এ ছবির কাজ
আবার শুরু হচ্ছে। ছবির গল্পটি ভালো। আমার বিশ্বাস, ছবিটি দর্শকরাও পছন্দ
করবেন। এদিকে ‘গাঙচিল’ ছবির বেশকিছু অংশের কাজ নোয়াখালি ও ঢাকায় করেছেন
পূর্ণিমা। এ ছবিতে ফেরদৌসের বিপরীতে দর্শকরা তাকে দেখতে পাবেন। পূর্ণিমা
বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম মোহনা। নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দাদের
জীবনের নানা ঘটনা এই ছবির প্রধান উপজীব্য। এই অঞ্চলে এনজিওকর্মী হিসেবে
দর্শকরা আমাকে দেখতে পাবেন। আর ফেরদৌস অভিনয় করছেন সাংবাদিক চরিত্রে। দুটি
ছবির পরিচালক একজনই। তাই শিডিউল মিলিয়ে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ ছবির কাজ টানা
করবো। আপাতত ছবি দুটির অসমাপ্ত কাজ শেষ করতে চাই। এরপর সব ঠিক থাকলে নতুন
ছবির কাজ শুরু করবো।
No comments