যুক্তরাষ্ট্রে ঢুকতে বিপজ্জনক পথ বেছে নিচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা by আহমেদ ইশতিয়াক
টেক্সাসের
সীমান্ত শহর ইগল পাসের পাশ দিয়ে বয়ে যাওয়া প্রশস্ত নদী রিও গ্র্যান্ডের
বিপজ্জনক অবস্থা রুখতে পারছে না হন্ডুরাস থেকে আসা হাজার হাজার অবৈধ
অনুপ্রবেশকারীকে। আমেরিকান বর্ডার পেট্রলের একজন নিয়মিত সীমান্তরক্ষী
সম্মুখীন হলেন অবিশ্বাস্য এক বাস্তবতার। ১৯ বছর বয়স্কা এক গর্ভবতী নারী
অবৈধ অনুপ্রবেশকারী রিও গ্র্যান্ডে নদীর খরস্রোতা নদীর মাঝখানে দাঁড়িয়ে
আছেন কোমর সমান পানিতে। নারীকে পথ দেখিয়ে নিয়ে আসা পুরুষ বহন করছে ১০ বছর
বয়স্ক এক শিশুকে। তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন তার অদূরে নদীতে নীরবে ঘুরে
বেড়াচ্ছে দু একটি এলিগেটর। যে নৌকায় করে গর্ভবতী নারীকে একজন শিশু সহ
নামিয়ে দিয়ে গেল সে নৌকা তখনো অদূরে অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রে প্রবেশে
ইচ্ছুক আরে কাউকে বহন করে আনতে।
আগের দিনে একজন সীমান্তরক্ষী ইগল পাস নদী পাড়ি দিতে গিয়ে একজন অবৈধ অভিবাসীর পচা গলা শনাক্তকরণে অনুপযোগী লাশ উদ্ধার করে। টেক্সাসের একটি বড় শহর ডেল রিও থেকে আধা ঘণ্টা লাগবে যে শহরে যেতে সেই সীমান্তবর্তী শহর ইগল পাসের মোট জনসংখ্যা হলো ২৯ হাজার। ইগল পাস শহর লাগোয়া সীমান্ত টহলের দায়িত্বে থাকা ব্রায়ান কেমেট নামের বর্ডার পেট্রল এজেন্ট জানান, সবচেয়ে পীড়াদায়ক বিষয় হলো ছোট ছোট দুগ্ধপোষ্য শিশুর অকাল মৃত্যু, যা আমাকে স্বাভাবিক থাকতে দেয় না। যুক্তরাষ্ট্র কাস্টমস ও সীমান্ত প্রোটেকশন সংস্থা শুধু গত মে মাসে আটক করেছে রেকর্ড সংখ্যার অবৈধ অভিবাসী। এদের সংখ্যা প্রায় দেড় লাখ। ২০১৮ সালে বিপজ্জনক সীমান্ত নদী রিও গ্র্যান্ড পেরোতে গিয়ে ৩১৫ জন অভিবাসীকে উদ্ধার করা হয়, যার মধ্যে অনেকে পরে মারা যান। গত সপ্তাহে ৪০ বছর বয়স্কা একজন মহিলা অভিশপ্ত এই নদী পেরিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে পা দিতে না দিতে অসুস্থ হয়ে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ইয়াভি লেভিয়া (২৮) এর মতে সারা বিশ্বের বর্তমান লক্ষ্য এখন রিও গ্র্যান্ড নদী পেরোনো। কারণ বিপদসংকুল এই নদী পেরিয়ে বিভিন্ন পথ ঘুরে ৯ দিন পর ডালাস শহরে তারা বন্ধুদের সঙ্গে মিলিত হয়। তার এই গল্প মুহূর্তে সীমান্ত শহর ইগল পাসের অপর পারে অপেক্ষমাণ হাজারো হাজারো অভিবাসীদের আরও বেশি বেশি আশান্বিত করে তোলে।
ডেল রিও এলাকার ডেপুটি চিফ বর্ডার পেট্রল এজেন্ট রেন্ডি ডেবিসের মতে মে শুরুতে নদীর স্রোতে হারিয়ে যাওয়া দুজন অবৈধ অভিবাসীর মর্মান্তিক মৃত্যুর জন্য অর্থলোভী স্মাগলাররা দায়ী। বর্তমানে মেক্সিকো সীমান্তে অবৈধ পাচারের শিকার অসহায় অভিবাসীর সংখ্যা গত বছরের চাইতে দ্বিগুণ হয়ে গেছে। ডেপুটি চিফ আরও জানান আমি সমস্যা সমাধানে নিজেকে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সব সময় প্রস্তুত রেখেছি।
তবে যারা এসব অমানবিক এবং অকাল মৃত্যুর জন্য সরাসরি দায়ী আমি সেই অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসতে বদ্ধ পরিকর। ইগল পাস শহরে ডেল রিও শেল্টারে ভারপ্রাপ্ত বর্ডার পেট্রল এজেন্ট ব্রায়ান কেমেট মাত্র দু বছর বয়সের এক শিশুর পরিধেয় কাপড় যাকে বিপজ্জনক রিও গ্র্যান্ড নদী থেকে উদ্ধার করেছিলেন হাতে নিয়ে আবেগ প্রবণ হয়ে বললেন স্বাভাবিক মানবের পক্ষে এসব অমানবিক দৃশ্য সহ্য করা কষ্টকর।
আগের দিনে একজন সীমান্তরক্ষী ইগল পাস নদী পাড়ি দিতে গিয়ে একজন অবৈধ অভিবাসীর পচা গলা শনাক্তকরণে অনুপযোগী লাশ উদ্ধার করে। টেক্সাসের একটি বড় শহর ডেল রিও থেকে আধা ঘণ্টা লাগবে যে শহরে যেতে সেই সীমান্তবর্তী শহর ইগল পাসের মোট জনসংখ্যা হলো ২৯ হাজার। ইগল পাস শহর লাগোয়া সীমান্ত টহলের দায়িত্বে থাকা ব্রায়ান কেমেট নামের বর্ডার পেট্রল এজেন্ট জানান, সবচেয়ে পীড়াদায়ক বিষয় হলো ছোট ছোট দুগ্ধপোষ্য শিশুর অকাল মৃত্যু, যা আমাকে স্বাভাবিক থাকতে দেয় না। যুক্তরাষ্ট্র কাস্টমস ও সীমান্ত প্রোটেকশন সংস্থা শুধু গত মে মাসে আটক করেছে রেকর্ড সংখ্যার অবৈধ অভিবাসী। এদের সংখ্যা প্রায় দেড় লাখ। ২০১৮ সালে বিপজ্জনক সীমান্ত নদী রিও গ্র্যান্ড পেরোতে গিয়ে ৩১৫ জন অভিবাসীকে উদ্ধার করা হয়, যার মধ্যে অনেকে পরে মারা যান। গত সপ্তাহে ৪০ বছর বয়স্কা একজন মহিলা অভিশপ্ত এই নদী পেরিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে পা দিতে না দিতে অসুস্থ হয়ে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ইয়াভি লেভিয়া (২৮) এর মতে সারা বিশ্বের বর্তমান লক্ষ্য এখন রিও গ্র্যান্ড নদী পেরোনো। কারণ বিপদসংকুল এই নদী পেরিয়ে বিভিন্ন পথ ঘুরে ৯ দিন পর ডালাস শহরে তারা বন্ধুদের সঙ্গে মিলিত হয়। তার এই গল্প মুহূর্তে সীমান্ত শহর ইগল পাসের অপর পারে অপেক্ষমাণ হাজারো হাজারো অভিবাসীদের আরও বেশি বেশি আশান্বিত করে তোলে।
ডেল রিও এলাকার ডেপুটি চিফ বর্ডার পেট্রল এজেন্ট রেন্ডি ডেবিসের মতে মে শুরুতে নদীর স্রোতে হারিয়ে যাওয়া দুজন অবৈধ অভিবাসীর মর্মান্তিক মৃত্যুর জন্য অর্থলোভী স্মাগলাররা দায়ী। বর্তমানে মেক্সিকো সীমান্তে অবৈধ পাচারের শিকার অসহায় অভিবাসীর সংখ্যা গত বছরের চাইতে দ্বিগুণ হয়ে গেছে। ডেপুটি চিফ আরও জানান আমি সমস্যা সমাধানে নিজেকে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সব সময় প্রস্তুত রেখেছি।
তবে যারা এসব অমানবিক এবং অকাল মৃত্যুর জন্য সরাসরি দায়ী আমি সেই অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসতে বদ্ধ পরিকর। ইগল পাস শহরে ডেল রিও শেল্টারে ভারপ্রাপ্ত বর্ডার পেট্রল এজেন্ট ব্রায়ান কেমেট মাত্র দু বছর বয়সের এক শিশুর পরিধেয় কাপড় যাকে বিপজ্জনক রিও গ্র্যান্ড নদী থেকে উদ্ধার করেছিলেন হাতে নিয়ে আবেগ প্রবণ হয়ে বললেন স্বাভাবিক মানবের পক্ষে এসব অমানবিক দৃশ্য সহ্য করা কষ্টকর।
অবৈধ এক নিখোঁজ অভিবাসী শিশুর গেঞ্জি দেখাচ্ছেন এক পুলিশ |
No comments