যানজটে আটকা পড়ে সড়কেই সন্তান প্রসব
হাবিব
হোসেন কাজ করেন গাজীপুরের একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে। পরিবার-পরিজনদের
সঙ্গে ঈদ করতে সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে গাজীপুর থেকে একটি কুড়িগ্রাম
যাচ্ছিলেন। দীর্ঘ যানজটের কারণে তাদের বহনকৃত বাসসহ অন্যন্য বাস আটকে পড়ে
বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায়। এ সময় ওই এলাকায় প্রসব বেদনা শুরু হয়
স্ত্রী আফরোজার। পরে সড়কের উপরই স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেন। পরে
ভূঞাপুর থানা স্বাস্থ্যকমপ্লেক্সের দুই নার্স সেতু এলাকায় এসে শিশু
সন্তানসহ মাকে চিকিৎসা দেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। হাবিব
হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার ভোগদাঙ্গা ইউনিয়নের পোড়ার ভিটাগ্রামের ফারুক
হোসেনের ছেলে। হাবিব তার মেয়ের নাম রেখেছেন সরণি।
স্থানীয়রা এর নাম রেখেছেন সেতু। স্বামী হাবিব হোসেন জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে স্ত্রীকে নিয়ে গাজীপুর থেকে কুড়িগ্রাম যাচ্ছিলাম। মাঝে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। গাড়িতে প্রসব বেদনা শুরু হলে তাকে ধরে সড়কের পাশে গাছের নিচে রাখা হয়। এ সময় গাড়ির একজন ৯৯৯ নম্বরে ফোন করে। পরে স্বাভাবিকভাবেই স্ত্রী আফরোজা বেগম কন্যাশিশু জন্ম দেন। এরপর ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে নার্সসহ একটি এম্বুলেন্স আসে। পরে নার্সরা স্ত্রীকে চিকিৎসাসেবা দেন। মা ও মেয়ে দুইজনই সুস্থ রয়েছে। এদিকে সন্তানসহ হাবিব সাড়ে ১১টার দিকে নীল রঙের একটি প্রাইভেটকার ভাড়া করে বাড়ির দিকে রওনা দেন। এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সাজেদা খাতুন বলেন, ঘটনাস্থলে আসার আগেই সন্তান প্রসব হয়েছে সড়কের উপরে। এরপর মা-মেয়েকে চেকআপ করা হয়েছে। পাশাপাশি দুইজনকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। দুইজনই সুস্থ রয়েছেন।
স্থানীয়রা এর নাম রেখেছেন সেতু। স্বামী হাবিব হোসেন জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে স্ত্রীকে নিয়ে গাজীপুর থেকে কুড়িগ্রাম যাচ্ছিলাম। মাঝে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। গাড়িতে প্রসব বেদনা শুরু হলে তাকে ধরে সড়কের পাশে গাছের নিচে রাখা হয়। এ সময় গাড়ির একজন ৯৯৯ নম্বরে ফোন করে। পরে স্বাভাবিকভাবেই স্ত্রী আফরোজা বেগম কন্যাশিশু জন্ম দেন। এরপর ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে নার্সসহ একটি এম্বুলেন্স আসে। পরে নার্সরা স্ত্রীকে চিকিৎসাসেবা দেন। মা ও মেয়ে দুইজনই সুস্থ রয়েছে। এদিকে সন্তানসহ হাবিব সাড়ে ১১টার দিকে নীল রঙের একটি প্রাইভেটকার ভাড়া করে বাড়ির দিকে রওনা দেন। এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সাজেদা খাতুন বলেন, ঘটনাস্থলে আসার আগেই সন্তান প্রসব হয়েছে সড়কের উপরে। এরপর মা-মেয়েকে চেকআপ করা হয়েছে। পাশাপাশি দুইজনকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। দুইজনই সুস্থ রয়েছেন।
No comments