‘প্রস্তুতি ম্যাচেও ভারতকে ছাড় নয়’ by ইশতিয়াক পারভেজ
ওয়েলসে
স্থানীয় সময় সকাল ১০টায় বাংলাদেশ দল অনুশীলন শুরু করে কার্ডিফের সোফিয়া
গার্ডেন স্টেডিয়ামে। দুপুর ১টায় শেষ হয় অনুশীলন। এরই পরই সংবাদমাধ্যমের
মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগারদের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের।
বাংলাদেশ সময় বিকাল ৫টায় তার আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সংবাদ
সম্মেলনে উপস্থিত হন সন্ধ্যা পৌনে ৭টার দিকে। কারণ তখন দীর্ঘ টিম মিটিং
চলছিল। এমন লম্বা মিটিংই বলে দিচ্ছে ভারতের বিপক্ষে প্রস্ততি ম্যাচ হলেও তা
কতটা গুরুত্বপূর্র্ণ। বিকাল ৩টার দিকে অনুশীলনে উপস্থিত হয় ভারত দলও। আজ
দুই দল এই স্টেডিয়ামেই মুখোমুখি হবে। তবে তাদের অনুশীলনে স্পষ্ট জয়-পরাজয়
অনেক গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশ-ভারত মুখোমুখি হওয়া মানেই অন্যরকম উত্তাপ।
এই ম্যাচকে নিয়ে টাইগারদের অবস্থানও পরিষ্কার। জয় ছাড়া ভাবনা নেই তাদের।
সাইফউদ্দিন বলেন, ‘আপনরা জানেন যে, আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচটি
পরিত্যক্ত হয়েছে। যে কারণে এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের
জন্য সুযোগ নিজেদের ঝালিয়ে নেয়ার। সবচেয়ে বড় বিষয় হলো ভারতের বিপক্ষে মূল
পর্বেও আমাদের একটি ম্যাচ আছে। যে কারণে এই ম্যাচে ভালো করতে হবে। হোক
প্রস্ততি ম্যাচ, জয়ের কোনো বিকল্প নেই। তাই জয় দিয়ে ম্যাচ শেষ করতে চাই।
আমাদের জন্য এখন থেকে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’
ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ দল ভারতের জন্য কঠিন প্রতিপক্ষই। যদিও সেখানে ইংলিশদেরও কঠিন চ্যালেঞ্জে ফেলে দেয় বিরাট কোহলির দল। ভারতের এপিবি নিউজের সংবাদকর্মী কুন্তল চক্রবর্তী দৈনিক মানবজমিনকে বলেন, প্রস্তুতি ম্যাচ হলেও ভারত তা অবশ্যই হালকা ভাবে নেবে না। তাদের প্রতিটি ক্রিকেটারই বাংলাদেশের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে চাইবে। তিনি বলেন, ‘দেখেন বাংলাদেশ এখন যে ফর্মে আছে তাতে প্রস্তুতি ম্যাচেও তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আমার মনে হয় ভারতের সব ক্রিকেটারই চাইবে নিজেদের এই ম্যাচে ঝালিয়ে নিতে। এবার বিশ্বকাপে যে কটা দল আছে তাদের মধ্যে আমি বাংলাদেশকে তিন চারেই রাখবো। একটা সময় পাকিস্তান-ভারত যে উত্তেজনা ছিল এখন তার অনেকটাই ভাগ বসিয়েছে বাংলাদেশ দল। টাইগাররা নিয়মিতভাবেই দারুণ করে আসছে। বিশেষ করে আয়ারল্যান্ডে যেভাবে তারা ত্রিদেশীয় সিরিজ খেলেছে তাতে এখন তারা ভীষণ আত্মবিশ্বাসী।’
ইংলিশ কন্ডিশনে পেসারদের দায়িত্বটা থাকবে সবচেয়ে বেশি। তরুণ পেসার সাউফউদ্দিনের উপর আস্থা রাখছে দল। কারণ ডেথ ওভারে এখন পর্যন্ত তিনি দারুণ বোলিং করেছেন। নিজের কাজ নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই দল থেকে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি শতভাগ পালন করার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি আমার ব্যাটিংটারও উন্নতি করতে। বিশেষ করে এই উইকেটে আমার মনে হয় বোলিং যতটা কঠিন তার চেয়ে সহজ হবে ব্যাটিংটা। তাই কোচ নিল ম্যাকেঞ্জির সঙ্গে পরামর্শ করে ব্যাটিং নিয়ে কাজ করছি।’
২০১৫ বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেয় টাইগাররা। কিন্তু ওয়ানডে ক্রিকেটের বড় কোনো আসরে দলটির বিপক্ষে জয় যেন সোনার হরিণ। সেটি বিশ্বকাপ হোক আর এশিয়া কাপ। ২০১৫ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ও সবশেষ দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে যায় টাইগাররা। ভারতের বিপক্ষে এই হার হয়তো বাংলাদেশ দলকে মানসিক চাপে রেখেছে। তবে সাইফুদ্দিন মনে করেন এবার সুযোগ সেই শিকল ভাঙার। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা শেষ ম্যাচগুলো খেলেছি তা ছিল খুব কাছে গিয়ে হার। যদিও আমি সেই ম্যাচগুলোতে খেলিনি। এবারই ভারতের বিপক্ষে আমার প্রথম ম্যাচ। আমি খুব মুখিয়ে আছি ভালো কিছু করার জন্য। হ্যা, আমরা আগের হার ভুলে নতুনভাবে শুরু করতে চাই। আশা করি এ ম্যাচেই তা পারবো।’
প্রস্ততি ম্যাচ বলে আজ টাইগারদের সব ক্রিকেটারেরই সুযোগ আছে মাঠে নেমে নিজেদের ঝালিয়ে নেয়ার। বিশেষ করে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাব্বির রহমানের জন্য। অন্যদিকে এই ম্যাচেও বিশ্রামে থাকতে পারেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজে পিঠের টান লেগে ফাইনালে মাঠে নামতে পারেননি তিনি। এরপর থেকেই তিনি বিশ্রামে আছেন।
ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ দল ভারতের জন্য কঠিন প্রতিপক্ষই। যদিও সেখানে ইংলিশদেরও কঠিন চ্যালেঞ্জে ফেলে দেয় বিরাট কোহলির দল। ভারতের এপিবি নিউজের সংবাদকর্মী কুন্তল চক্রবর্তী দৈনিক মানবজমিনকে বলেন, প্রস্তুতি ম্যাচ হলেও ভারত তা অবশ্যই হালকা ভাবে নেবে না। তাদের প্রতিটি ক্রিকেটারই বাংলাদেশের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে চাইবে। তিনি বলেন, ‘দেখেন বাংলাদেশ এখন যে ফর্মে আছে তাতে প্রস্তুতি ম্যাচেও তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আমার মনে হয় ভারতের সব ক্রিকেটারই চাইবে নিজেদের এই ম্যাচে ঝালিয়ে নিতে। এবার বিশ্বকাপে যে কটা দল আছে তাদের মধ্যে আমি বাংলাদেশকে তিন চারেই রাখবো। একটা সময় পাকিস্তান-ভারত যে উত্তেজনা ছিল এখন তার অনেকটাই ভাগ বসিয়েছে বাংলাদেশ দল। টাইগাররা নিয়মিতভাবেই দারুণ করে আসছে। বিশেষ করে আয়ারল্যান্ডে যেভাবে তারা ত্রিদেশীয় সিরিজ খেলেছে তাতে এখন তারা ভীষণ আত্মবিশ্বাসী।’
ইংলিশ কন্ডিশনে পেসারদের দায়িত্বটা থাকবে সবচেয়ে বেশি। তরুণ পেসার সাউফউদ্দিনের উপর আস্থা রাখছে দল। কারণ ডেথ ওভারে এখন পর্যন্ত তিনি দারুণ বোলিং করেছেন। নিজের কাজ নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই দল থেকে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি শতভাগ পালন করার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি আমার ব্যাটিংটারও উন্নতি করতে। বিশেষ করে এই উইকেটে আমার মনে হয় বোলিং যতটা কঠিন তার চেয়ে সহজ হবে ব্যাটিংটা। তাই কোচ নিল ম্যাকেঞ্জির সঙ্গে পরামর্শ করে ব্যাটিং নিয়ে কাজ করছি।’
২০১৫ বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেয় টাইগাররা। কিন্তু ওয়ানডে ক্রিকেটের বড় কোনো আসরে দলটির বিপক্ষে জয় যেন সোনার হরিণ। সেটি বিশ্বকাপ হোক আর এশিয়া কাপ। ২০১৫ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ও সবশেষ দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে যায় টাইগাররা। ভারতের বিপক্ষে এই হার হয়তো বাংলাদেশ দলকে মানসিক চাপে রেখেছে। তবে সাইফুদ্দিন মনে করেন এবার সুযোগ সেই শিকল ভাঙার। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা শেষ ম্যাচগুলো খেলেছি তা ছিল খুব কাছে গিয়ে হার। যদিও আমি সেই ম্যাচগুলোতে খেলিনি। এবারই ভারতের বিপক্ষে আমার প্রথম ম্যাচ। আমি খুব মুখিয়ে আছি ভালো কিছু করার জন্য। হ্যা, আমরা আগের হার ভুলে নতুনভাবে শুরু করতে চাই। আশা করি এ ম্যাচেই তা পারবো।’
প্রস্ততি ম্যাচ বলে আজ টাইগারদের সব ক্রিকেটারেরই সুযোগ আছে মাঠে নেমে নিজেদের ঝালিয়ে নেয়ার। বিশেষ করে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাব্বির রহমানের জন্য। অন্যদিকে এই ম্যাচেও বিশ্রামে থাকতে পারেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজে পিঠের টান লেগে ফাইনালে মাঠে নামতে পারেননি তিনি। এরপর থেকেই তিনি বিশ্রামে আছেন।
No comments