নেতানিয়াহু ‘সন্ত্রাসী’, ইসরাইল ‘সন্ত্রাসী রাষ্ট্র’: এরদোগান
ইসরাইলের
প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ‘সন্ত্রাসী’ ও ইসরাইলকে ‘সন্ত্রাসী
রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল আফরিনে তুরস্কের চলমান সামরিক অভিযান
নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের জবাবে রোববার এসব বলেন তিনি। এ খবর দিয়েছে আল
জাজিরা। খবরে বলা হয়, গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হাতে ফিলিস্তিনি
বিক্ষোভকারীদের হত্যাকা- নিয়ে আংকারার ‘নৈতিকতার জ্ঞান’ প্রত্যাখ্যান করেন
নেতানিয়াহু। তিনি বলেন, এরদোগান ‘এমন একজন, যিনি কুর্দি গ্রামে বোমা হামলা
চালিয়েছেন।’
এই কথার জবাবে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে শাসক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) কংগ্রেসে দেওয়া বক্তব্যে এরদোগান বলেন, ‘তিনি (নেতানিয়াহু) বললেন, আমাদের সেনারা নাকি আফরিনের জনগণকে নির্যাতন করছে। নেতানিয়াহু, আপনি খুব দুর্বল, খুবই শোচনীয়।’ নেতানিয়াহুকে উদ্দেশ্য করে এরদোগান আরও বলেন, ‘আমরা সন্ত্রাসীদের মোকাবিলা করছি, কিন্তু আপনি তা করছেন না। কারণ, আপনাদের রাষ্ট্র হলো সন্ত্রাসী রাষ্ট্র।’
ইসরাইলি প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনের ‘দখলদার’ আখ্যা দিয়ে এরদোগান আরও বলেন, ‘আপনি নিজেও একজন সন্ত্রাসী। নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি আপনারা যা করেছেন, তা ইতিহাস মনে রাখবে। আমরা দখলদারিত্বের অপরাধে অপরাধী নই।’
শুক্রবার গাজা তীরের নিকটে ‘ভূমি দিবস’ উপলক্ষ্যে ফিলিস্তিনিদের বিক্ষোভ চলাকালে ইসরাইলি বাহিনী গুলিবর্ষণ করে। এতে নিহত হয় ১৭ জন ফিলিস্তিনি। আহত হয় ১৫০০ জনেরও বেশি।
১৯৭৬ সালের ৩০শে মার্চ ইসরাইল সরকারের বিপুল পরিমাণ ফিলিস্তিনি ভূখ- অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ করে ইসরাইলের আরব-ফিলিস্তিনি নাগরিকেরা। এ সময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয় ৬ জন ফিলিস্তিনি। সেই ঘটনাকে স্মরণ করেই এরপর থেকে পালন করা হয় ‘ভূমি দিবস।’
শনিবার গাজায় ‘অমানবিক হামলা চালানোর’ দায়ে ইসরাইলি সরকারের কড়া নিন্দা জানিয়েছিলেন এরদোগান। এরপর তুরস্কের আফরিন অভিযানের প্রসঙ্গ তুলে নেতানিয়াহু দেশটিকে নৈতিক জ্ঞান না দেওয়ার আহবান জানান। এর জবাবে নেতানিয়াহুকে সন্ত্রাসী আখ্যায়িত করেন এরদোগান।
এই কথার জবাবে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে শাসক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) কংগ্রেসে দেওয়া বক্তব্যে এরদোগান বলেন, ‘তিনি (নেতানিয়াহু) বললেন, আমাদের সেনারা নাকি আফরিনের জনগণকে নির্যাতন করছে। নেতানিয়াহু, আপনি খুব দুর্বল, খুবই শোচনীয়।’ নেতানিয়াহুকে উদ্দেশ্য করে এরদোগান আরও বলেন, ‘আমরা সন্ত্রাসীদের মোকাবিলা করছি, কিন্তু আপনি তা করছেন না। কারণ, আপনাদের রাষ্ট্র হলো সন্ত্রাসী রাষ্ট্র।’
ইসরাইলি প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনের ‘দখলদার’ আখ্যা দিয়ে এরদোগান আরও বলেন, ‘আপনি নিজেও একজন সন্ত্রাসী। নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি আপনারা যা করেছেন, তা ইতিহাস মনে রাখবে। আমরা দখলদারিত্বের অপরাধে অপরাধী নই।’
শুক্রবার গাজা তীরের নিকটে ‘ভূমি দিবস’ উপলক্ষ্যে ফিলিস্তিনিদের বিক্ষোভ চলাকালে ইসরাইলি বাহিনী গুলিবর্ষণ করে। এতে নিহত হয় ১৭ জন ফিলিস্তিনি। আহত হয় ১৫০০ জনেরও বেশি।
১৯৭৬ সালের ৩০শে মার্চ ইসরাইল সরকারের বিপুল পরিমাণ ফিলিস্তিনি ভূখ- অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ করে ইসরাইলের আরব-ফিলিস্তিনি নাগরিকেরা। এ সময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয় ৬ জন ফিলিস্তিনি। সেই ঘটনাকে স্মরণ করেই এরপর থেকে পালন করা হয় ‘ভূমি দিবস।’
শনিবার গাজায় ‘অমানবিক হামলা চালানোর’ দায়ে ইসরাইলি সরকারের কড়া নিন্দা জানিয়েছিলেন এরদোগান। এরপর তুরস্কের আফরিন অভিযানের প্রসঙ্গ তুলে নেতানিয়াহু দেশটিকে নৈতিক জ্ঞান না দেওয়ার আহবান জানান। এর জবাবে নেতানিয়াহুকে সন্ত্রাসী আখ্যায়িত করেন এরদোগান।
No comments