ইতালিতে হিজাব পরা আইনজীবীকে আদালত থেকে বহিষ্কার
হিজাব
খুলতে অস্বীকৃতির জন্য ইতালির একটি আঞ্চলিক আদালতের কক্ষ থেকে মুসলিম এক
আইনজীবীকে বের করে দেয়া হয়েছে। এ ঘটনায় নিজের হতাশা ব্যক্ত করেছেন মরক্কোর
বংশোদ্ভূত শিক্ষানবিস আইনজীবী আসমে বেলফাকির।
বোলোগ্নার একটি আঞ্চলিক প্রশাসনিক আদালতে শুনানি চলাকালে বিচারক জিয়ানকার্লো মোজজারেলি মুসলিম আইনজীবী আসমে বেলফাকিরকে তার মাথার হিজাব খুলতে বলেন। অন্যথায় তাকে আদালতের কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। সোমবার এক সাক্ষাৎকারে আসমে বেলফাকির বলেন, ‘ওই মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্য সব আইনজীবীর সঙ্গে আমিও আদালতের কক্ষে প্রবেশ করি। হঠাৎ বিচারক বলতে শুরু করলেন : ‘আপনি কি খুলতে পারেন?’ তিনি হিজাবের কথা উল্লেখ করেননি এবং আমার দিকে তাকানওনি। আমি ভেবেছিলাম তিনি কাউকে তার বা তাদের কোট খোলার জন্য বলছেন। আমি কল্পনাও করতে পারছিলাম না যে তিনি আমাকে বলছিলেন। তারপর আমি তার দিকে তাকালাম এবং বিষয়টি উপলব্ধি করতে পারলাম।
বোলোগ্নার একটি আঞ্চলিক প্রশাসনিক আদালতে শুনানি চলাকালে বিচারক জিয়ানকার্লো মোজজারেলি মুসলিম আইনজীবী আসমে বেলফাকিরকে তার মাথার হিজাব খুলতে বলেন। অন্যথায় তাকে আদালতের কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। সোমবার এক সাক্ষাৎকারে আসমে বেলফাকির বলেন, ‘ওই মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্য সব আইনজীবীর সঙ্গে আমিও আদালতের কক্ষে প্রবেশ করি। হঠাৎ বিচারক বলতে শুরু করলেন : ‘আপনি কি খুলতে পারেন?’ তিনি হিজাবের কথা উল্লেখ করেননি এবং আমার দিকে তাকানওনি। আমি ভেবেছিলাম তিনি কাউকে তার বা তাদের কোট খোলার জন্য বলছেন। আমি কল্পনাও করতে পারছিলাম না যে তিনি আমাকে বলছিলেন। তারপর আমি তার দিকে তাকালাম এবং বিষয়টি উপলব্ধি করতে পারলাম।
আমি অবাক হয়ে গেলাম এবং তার কাছে জিজ্ঞেস
করলাম, আমার হিজাবের কথা বলছেন?’ তিনি বলেন, ‘আমার কথা শেষ হওয়ার পরক্ষণই
তিনি বললেন : ‘হ্যাঁ, আপনি যদি এই আদালতে থাকতে চান, তবে আপনাকে
বাধ্যতামূলকভাবে এটি অপসারণ করতে হবে।’ আসমে বেলফাকির বলেন, ‘আমি জবাবে
তাকে বলেছিলাম, ‘আমি এটা খুলতে যাচ্ছি না। আমি বাইরে যাচ্ছি।’ তিনি জানান,
বের হওয়ার জন্য যেই মাত্র তিনি দরজা খুলেছিলেন, সেই মুহূর্তে বিচারক
উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, ‘হ্যাঁ, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি
শ্রদ্ধা জানানোর জন্যই এটি করা হয়েছে।’
No comments