সৈয়দপুরে কনকনে শীত সরগরম ঘোড়দৌড়
নীলফামারীর
সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়নের মাঠে বুধবার ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
হয়েছে। কনকনে শীত উপেক্ষা করে হাজার হাজার দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল
আবেদীন। বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে বোতলাগাড়ির জাগরনী সমিতি ওই
ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।
এতে নীলফামারী, দিনাজপুর, রংপুর, রাজশাহী,
পঞ্চগড়, ঠাকুরগাঁও প্রভৃতি জেলার প্রায় ৭০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ডোমারে বাবু ১ম, ঘোড়াঘাট দিনাজপুরের জাকারিয়া
হোসেন ২য় ও দিনাজপুরের চিরিরবন্দরের মতলুবুর রহমান ৩য় হন। ‘খ’ গ্রুপে
দিনাজপুরের বীরগঞ্জের লেবু ১ম, নীলফামারীর ডোমারের শফি ২য় ও নীলফামারীর
জাহিদ ইকবাল ৩য় হন। এছাড়া ‘গ’ গ্রুপে রাজশাহীর মোহনপুরের শহীদুল মেম্বর ১ম,
রংপুরের পীরগঞ্জের আয়নাল ২য় ও নীলফামারীর ডোমারের বেলাল হোসেন ৩য় হওয়ার
গৌরব অর্জন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর
উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, বোতলগাড়ি ইউপি চেয়ারম্যান আল- হেলাল
চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা শার্পের নির্বাহী
পরিচালক মাহবুব-উল আলম। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্তের লোকজনের
আগমন ঘটে। গ্রামীণ জনপদে ওই প্রতিযোগিতা দেখতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ
সর্বস্তরের হাজার হাজার মানুষ প্রতিযোগিতা উপভোগ করেন।
No comments