হিমাচলে ভূমিধসের কবলে ২ বাস, ৫০ জন নিহতের আশঙ্কা
ভারতে প্রবল ভূমিধসে ভেসে গেছে দুটি যাত্রী বোঝাই বাস। দেশটির হিমাচল প্রদেশের মাণ্ডি জেলার এই দুর্ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রোববার গভীর রাতে মাণ্ডির কোটরূপী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন হিমাচল প্রদেশের পরিবহণ মন্ত্রী জিএস বালি। সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত দুটি বাসের মধ্যে একটি মানালি থেকে চাম্বা যাচ্ছিল। অন্য বাসটি মানালি থেকে জম্মুর কাটরা যাচ্ছিল। রাত দুটো নাগাদ এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় মাণ্ডি জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দল। জাতীয় সড়কের ২৫০ মিটার এলাকা জুড়ে তখন ছড়িয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসদুটির ধ্বংসাবশেষ। উদ্ধারকাজের জন্য ডেকে পাঠানো হয় সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগে মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদের। ভূমিধস, পাহাড়ের গা থেকে গড়িয়ে আসা বোল্ডারের কারণে পথ দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে হিমাচল প্রদেশে। বিশেষ করে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়কে পাণ্ডো থেকে আউট এই রাস্তাটা খুবই বিপজ্জ্বনক। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
No comments