ঢাবির অনলাইন আবেদনে : অসতর্ক হলেই জরিমানা ২০০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অধীনে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন করে জরিমানা গুণতে হচ্ছে ভর্তিচ্ছুদেরকে। সঠিক নিয়মে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন না করায় প্রতি ইউনিটে ২০০ টাকা করে জরিমানা দিতে হচ্ছে তাদের। এ জন্য আবেদনকারীদের অসচেতনতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। আজ রোববার সকাল থেকে আবেদন-প্রক্রিয়ার ভুল সংশোধন করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসের সামনে শিক্ষার্থীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায়। জানা যায়, ভর্তির আবেদন-প্রক্রিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া নির্দেশিকা অনুসরণ না করায় জরিমানা গুণতে হচ্ছে ভর্তিচ্ছুদের। নিয়ম না মেনে ‘ছবি’ দেয়ার কারণে তাদের জরিমানা গুণতে হচ্ছে। এ পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) তিন শতাধিক শিক্ষার্থীর ভর্তি-প্রক্রিয়ায় ভুল সংশোধনের জন্য আবেদনের করার কথা জানা যায়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশিকায় বলা হয় “সকল আবেদনকারীকে ভর্তি আবেদনের ছবির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়সমূহ লক্ষ্য করার অনুরোধ করা হচ্ছে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হওয়া বাঞ্ছনীয়। চোখ-কানসহ পূর্ণ মুখমণ্ডল দৃশ্যমান হতে হবে। আবেদনকারীর ছবি দৈর্ঘ্য (লম্বায়) ৫৭৫-৬২৫ পিক্সেল এবং প্রস্থ (চওড়া) ৪২৫-৪৭৫ পিক্সেল-এর মধ্যে হতে হবে। ছবির ফাইল অবশ্যই জেপিজি (.jpeg) ফরম্যাটে থাকতে হবে। ছবিটির ফাইলের সাইজ ১০০ কেবি (kb) এর মধ্যে হতে হবে।” জানা যায়, ভর্তির আবেদনের ছবি প্রদানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রদত্ত নির্দেশিকা অনুসরণ না করায় তা সংশোধন করতে আসে শিক্ষার্থীরা। ভর্তি অফিস সূত্রে জানা যায়, সংশোধনের আবেদনকারী শিক্ষার্থীদের অধিকাংশই ছবিতে নীল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছেন, যদিও ‘ব্যাকগ্রাউন্ড সাদা হওয়া বাঞ্ছনীয়’ বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়। এছাড়াও কেউ কেউ ‘সেলফি স্টাইলে’ ছবি দিয়েছেন বলে সূত্র জানায়। যা আবেদন প্রক্রিয়ায় অযোগ্য বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ছবি-সংক্রান্ত বিষয়ে বিশেষ গুরুত্বের কারণ সম্পর্কে ভর্তি অফিস সূত্রে জানা যায়, ছবি নকল করার মাধ্যমে যেন কেউ ভর্তি পরীক্ষায় জালিযাতি করতে না পারে সেই জন্যই এ ব্যবস্থা। ছবি সংশোধনের জন্য সাভার থেকে আসেন আবেদনকারী জুবায়ের আহমেদ জয়। ‘খ’ ও ‘চ’ ইউনিটে তিনি আবেদন করেছেন। যুবায়ের বলেন, অসাবধানতার কারণেই আমাদের ভুল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নির্দেশিকায় তা উল্লেখ থাকলেও আমরা তা অনুসরণ করিনি। তাড়াহুড়ো করে বাইরের দোকান থেকে আবেদন করায় এ ভুল হয়েছে। এদিকে কেবল ব্যাকগ্রাউন্ডের কারণে সুদূর নেত্রকোনা থেকে ছবি সংশোধনের জন্য আসেন দিলোয়ার হোসেন। তিনি আবেদন করেছেন ‘খ’ ও ‘ঘ’ ইউনিটে। তার সাথে আছে মীর আকাশ। তিনি আবেদন করেছেন ‘ক’ ও ‘ঘ’ ইউনিটে। এ সময় ব্যাকগ্রাউন্ডের কারণে ছবি পরিবর্তন এবং ২০০ টাকা জরিমানাতে ক্ষোভ প্রকাশ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যারয়েল ভর্তি কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, আমারা বিষয়টি নিয়ে ভাবছি। বিকালে আলোচনা করা হবে।
No comments