অনুমোদিত আইএসপি ছাড়া ইন্টারনেট ব্যবহারে বিটিআরসির হুশিয়ারি
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) অনুমোদন ছাড়া কোনো আইএসপি অপারেটরের ইন্টারনেট সেবা ব্যবহারে হুশিয়ার করা হয়েছে। ৯ আগস্ট বুধবার বিটিআরসি থেকে ‘ইন্টারনেট সেবা গ্রহণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি’ শিরোনামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিটিআরসি তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, শুধু বিটিআরসির লাসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের কাছ থেকে ইন্টারনেট সেবা গ্রহণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।
বিটিআরসির ওয়েবসাইটে তালিকা নেই এমন প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তির কাছ থেকে ইন্টারনেট সেবা না নেয়ার জন্য অনুরোধ করা হয়। এদিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং গুণগত মানসম্পন্ন ইন্টারনেট পেতে লাইসেন্সবিহীন বা অবৈধ ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিষয়ে কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে ইন্টারনেট গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে বিটিআরসি। বুধবার বিকালে প্রকাশ করা ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইন্টারনেট সেবার মান নিশ্চিত করতে আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনে বিটিআরসির কলসেন্টার ২৮৭২ নম্বরে অফিস চলাকালীন সময়ে সরাসরি অভিযোগ দিতে বলা হয়েছে। তবে বিটিআরসির আগে প্রাথমিক অভিযোগ সংশ্লিষ্ট আইএসপিকে দিতে বলা হয়েছে।
No comments