বাঘায় প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহীর বাঘায় মানসিক প্রতিবন্ধী জামিল বাবুর (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বাঘা থানা পুলিশ এই লাশ উদ্ধার করে। বাবু উপজেলার রুস্তমপুর হেমন্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামিল বাবু মানসিক প্রতিবন্ধী। সে মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রতিবন্ধী বাবুর পিতা শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
No comments