‘জঙ্গি আস্তানা’ সন্দেহে চাঁপাইয়ে বাড়ি ঘেরাও
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ত্রিমহোনী এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তারা বাড়িটির চারপাশ ঘিরে রাখে। এর কিছুক্ষণ পর ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে দাবি করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার তৌহিদ।
তার ধারণা, ভেতরে ৭/৮ জন লোক আছে। বাড়িটির আশপাশে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। ওই এলাকার রাস্তার যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, ঢাকা থেকে সোয়াতের একটি দল ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তারা আসলে পুরোপুরি অভিযান শুরু হবে।
No comments