আত্মসমর্পণকারী জলদস্যুদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার
সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের অর্থনৈতিক ও আইনি সহায়তা দিয়ে সরকার পুনর্বাসন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। গত কয়েক মাসে যমুনা টেলিভিশনের মধ্যস্থতায় সুন্দরবনের মাস্টার বাহিনী, জাহাঙ্গীর বাহিনী, মজনু বাহিনী, ইলিয়াস বাহিনীসহ বিভিন্ন বাহিনীর শতাধিক দস্যু সদস্য আত্মসমর্পণ করে। এদের কাছ থেকে দুই শতাধিক আগ্নেয়াস্ত্র ও ১০ সহস্রাধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রী বলেন, র্যাব সদস্যরা সুন্দরবনের এই দস্যুদের আত্মসমর্পণে অগ্রণী ভূমিকা পালন করেছে। শুধু আত্মসমর্পণ করিয়েই সরকারের কাজ শেষ হবে না। তাদর পুনর্বাসনের জন্য অর্থনৈতিক ও আইনি সহায়তা যা যা লাগে তা দেবে সরকার।
No comments