নিজেদের তৈরি রণতরি ভাসাল চীন
নিজেদের তৈরি প্রথম বিমানবাহী রণতরি পানিতে ভাসিয়েছে চীন। ওই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই দেশটি নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টি সামনে আনলো। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রণতরিটির এখনো নামকরণ হয়নি। তবে বুধবারই দেশটির উত্তর-পূর্বাঞ্চলের দালিয়ান ডক থেকে রণতরিটি পানিতে ভাসানো হয়েছে। এটি চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরি।
এর আগে রাশিয়া থেকে লায়োনিং নামের একটি রণতরি সংগ্রহ করেছিল চীন। সেটিও সম্প্রতি সংস্কার করা হয়। চীনের সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, গত ২০১৩ সালে বিমানবাহী রণতরিটির নির্মাণ শুরু হয়। রণতরিটি পানিতে ভাসানোর সময় দেশটির কেন্দ্রীয় মিলিটারি কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফ্যান চেংলং উপস্থিত ছিলেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, চীন গভীর সমুদ্রে তাদের সক্ষমতা বাড়াতে তৎপর। এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশীয় নকশা ও পদ্ধতিতে বিমানবাহী রণতরিটি বানিয়েছে।
No comments