বগুড়ার আকাশে উড়ল শাদাবের ড্রোন
এবার বগুড়ার আকাশে ড্রোন উড়াল কলেজছাত্র শাদাব মোস্তফা। সোমবার অনুষ্ঠিত বিজ্ঞান প্রযুক্তি মেলায় নিজের তৈরি ড্রোন উড়িয়ে তাক লাগিয়েছেন ওই ছাত্র। শাদাব মোস্তফার আবিষ্কৃত ড্রোন দেখতে মেলায় ভিড় করছেন দর্শক। বগুড়া শহরের রহমাননগর এলাকার বাসিন্দা ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানাউল মোস্তফা ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিনা পারভীন শিরিনের ছোট ছেলে শাদাব মোস্তফা শহরের আযিযুল হক কলেজের প্রথম বর্ষের ছাত্র শাদাব তার আবিষ্কৃত ড্রোন সম্পর্কে জানান, ছোটবেলা থেকেই নতুন কিছু আবিষ্কারের ঝোঁক ছিল তার। বাবা, মা ও বড় ভাই বাংলাদেশ ইউনিভার্সিটির লেকচারার সাকিব মোস্তফার অনুপ্রেরণায় প্রায় ৪ মাস আগে ড্রোনটি তৈরি করেন তিনি।
২ কেজি ভার বহনযোগ্য ড্রোনটি তৈরি করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। ২ কিলোমিটার পর্যন্ত চলাচল করতে সক্ষম ড্রোনটির যন্ত্রাংশ। এদিকে লালমনিরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রদর্শিত হয়েছে নবম শ্রেণীর ছাত্রের বানানো ড্রোন (চালকবিহীন আকাশ যান বা বিমান)। ড্রোন তৈরিকারী সাইয়েদুল মোস্তায়িন তরঙ্গ। হাতীবান্ধা এসএস মডেল হাইস্কুলের ছাত্র। বাড়ি উপজেলা সদরের দক্ষিণ সিন্দুর্ণা গ্রামে। তার বাবা শরফুল ইসলাম আলিমুদ্দিন ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক। তিন ভাইয়ের মধ্যে তরঙ্গ ছোট। কিছুদিন আগে বাড়ির পাশেই থাকা কলেজ মাঠে নিজের তৈরি ড্রোন আকাশে উড়িয়ে সফল হয় এ শিক্ষার্থী। হাতীবান্ধা এসএস মডেল হাইস্কুলে উপজেলা প্রশাসন আয়োজিত মেলার শেষ দিন মঙ্গলবার গিয়ে দেখা যায়, তরঙ্গ তার বানানো ড্রোন নিয়ে দর্শনার্থীদের নানা প্রশ্নের জবাব দিচ্ছে।
No comments