আশুলিয়ায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রে নিহত ১
ঢাকার আশুলিয়ায় এক দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বুধবার ভোররাত চারটার দিকে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৩০)।
আহত তিনজন হলেন মাহবুবুর রহমান, তাঁর স্ত্রী আসমা বেগম ও তাঁদের কিশোরী মেয়ে মেহরুন। এই পরিবারটির স্বজন বাবুল। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ভোররাতে মাহবুবুরের টিনশেড বাসায় রাসেল নামের এক তরুণ ঢুকে পড়েন। তিনি মাহবুবুরের প্রতিবেশী। তাঁকে দেখে ফেলেন বাবুল। এ সময় রাসেল ধারালো অস্ত্র দিয়ে বাবুলসহ অন্যদের আঘাত করেন। এতে চারজন আহত হন। রাসেল পালিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে বাবুল মারা যান। পুলিশ জানায়, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেলের বাবা ও মাকে আটক করা হয়েছে। মামলা হবে।
No comments