হিলারি যাদের টানতে পারেননি
লাতিন ও আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য সত্ত্বেও তাদের টানতে পারলেন না হিলারি। প্রায় ৮৮ শতাংশ কৃষ্ণাঙ্গ হিলারিকে সমর্থন করেন। সেখানে ট্রাম্পের সমর্থন ছিল ৮ শতাংশ। যিনি বারবার বলেছেন, সব যুগে সবচেয়ে কদাকার এই কৃষ্ণাজ্ঞ সম্প্রদায়। সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়। এই পার্থক্যটা ২০১২ সালে ওবামা ও রমনির মধ্যে যে পার্থক্য ছিল, তেমনটা নয়।
গত প্রেসিডেন্টে নির্বাচনে বারাক ওবামা ৯৩ শতাংশ ও রমনি পেয়েছিলেন ৭ শতাংশ ভোট। লাতিনদের কাছ থেকে পুরোপুরি সমর্থন আদায় করতে পারেননি হিলারি। ট্রাম্প লাতিনদের সন্ত্রাসী আখ্যা দিয়েছিলেন। বলেছিলেন, অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ বক্তব্যের পরও রিপাবলিকান এই প্রার্থী ২৯ শতাংশ ভোট পেয়েছেন। আর হিলারি পেয়েছেন ৬৫ শতাংশ ভোট। একই সঙ্গে হিলারি তরুণ ভোটারদের কাছে পৌঁছাতেও ব্যর্থ হয়েছেন। ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারদের মধ্যে ৫৪ শতাংশ ভোট পেয়েছেন হিলারি। ট্রাম্প পেয়েছেন ৩৭ শতাংশ। অথচ ওবামা পেয়েছিলেন ৬০ শতাংশ ভোট।
No comments